শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসন্তের প্রথম দিনটিকে প্রেমদিবসের স্বীকৃতি দেওয়া উচিত : নির্মলেন্দু গুণ

আশিক রহমান : ফাল্গুন আমাদের ভালোবাসার ঋতু। ঋতুরাজ বসন্তে প্রকৃতির মধ্যে আমরা একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া পাই। শীতের প্রচন্ড আক্রমণ থেকে মুক্ত হই। ঝড়, প্লাবন থেকেও মুক্ত থাকি। স্বস্তিতে ঋতুরাজ বসন্তকে উপভোগ করি। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথমদিন নিয়ে এভাবেই তার ভাবনা জানালেন কবি নির্মলেন্দু গুণ।

তিনি বলেন, আমাদের বসন্ত রোধনভরা, একই সঙ্গে বসন্ত আসে মধুরও মিলন ঘটাতে। বসন্তে আমাদের বিবাহের সংখ্যাও বেড়ে যায়। নারীরা রঙিন সাজে সজ্জিত হয় মাথায় বসন্তের ফুল, শাড়ী পড়ে ঘুরে বেড়ায়। বসন্তের সঙ্গে আমাদের জীবনের বসন্ত মিলেমিশে একাকার হয়ে যায়। আমি চির বসন্ত, আমার জীবন চির বসন্তের, চির বসন্তের দেশ আমি!

তিনি আরও বলেন, ঋতুরাজ ফাল্গুন আমাদের জন্য বিশেষ কিছু। বিশেষ এ কারণে যে, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে আমরা এই ফাল্গুনেই আন্দোলন-সংগ্রাম করেছি। ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবেও স্বীকৃতি লাভ করেছে আমাদের সবার প্রিয় ভাষা ‘বাংলা’।

নির্মলেন্দু গুণ বলেন, বসন্ত নিয়ে রবীন্দ্রনাথের প্রচুর গান রয়েছে। সেখানে বসন্তগুনম্গ্ধু কবি বসন্তের গুনগান গেয়েছেন। বরীন্দ্রনাথ তার ‘বসন্ত’ নাটকটি কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে বলেছিলেন যে, নজরুল হচ্ছেন বসন্তের প্রতীক। তিনি বন্দী ভারতের মানুষের কাছে বসন্তের বার্তা নিয়ে এসেছেন।’

বসন্তের প্রথম দিনটিকে ‘প্রেমদিবস’-এর স্বীকৃতির দেওয়ার দাবি জানিয়ে কবি বলেন, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয়, কিন্তু আমি তা পালন করি না। পহেলা ফাল্গুন, বসন্তের প্রথমদিনই হচ্ছে আমাদের ‘ভ্যালেন্টাইন ডে’। বসন্তের প্রথম দিনই হচ্ছে প্রেমিক-প্রেমিকাদের জন্য প্রেমদিবস। তাদের উচিত বসন্তের প্রথম দিনটিকেই প্রেমদিবস হিসেবে পালন করা। বসন্তের প্রথমদিনটিকে ‘প্রেমদিবস’ হিসেবে স্বীকৃতির জোর দাবিও জানিয়ে রাখলেন চির বসন্তের এই কবি। বসন্ত নিয়ে কবি লিখেছেন-

এ না হলে বসন্ত কিসের? দোলা চাই অভ্যন্তরে
মনের ভেতর জুড়ে আরও এক মনের মর্মরে
পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাদ, জ্যোৎস্নাময়
রাতের উল্লাসে কালো বিষ। এ না হলে বসন্ত কিসের?

গাছের জরায়ু ছিঁড়ে বেরিয়েছে অপিচ্ছিল বোধ,
ওর মুখে কুমারীর খুন, প্রসূতির প্রসন্ন প্রসূন।
কন্ঠ ভরে করি পান পরিপূর্ণ সে-পাত্র বিষের,
চাই পূর্ণ শিশিরে নির্ঘুম। এ না হলে বসন্ত কিসের?
(‘আমার বসন্ত’)

  • সর্বশেষ
  • জনপ্রিয়