Skip to main content

'বাহুবলী-টু'-এর রেকর্ড ভাঙল 'পদ্মাবত'

রবিন আকরাম: মেবারের রানি পদ্মাবতীকে দেখে মুগ্ধ হয়েছিলেন আলাউদ্দিন খিলজি। তার রূপের ঝলকে সম্মোহিত হয়েছিলেন খিলজি। আর তাই তো, পদ্মাবতীকে এক ঝলক দেখার জন্য উন্মুখ হয়েছিলেন তিনি। কিন্তু, মহারাওয়াল রাজা রতন সিং কিছুতেই খিলজির সামনে রানিকে নিয়ে আসতে রাজি হননি। এরপরই খিলজির সঙ্গে যুদ্ধ শুরু হয় রতন সিং-এর। কিন্তু, ছল করেই রতন সিংকে যুদ্ধে পরাস্ত করেন খিলজি। রতন সিং-এর মৃত্যুর খবর পেয়ে জহরের আগুনে নিজেকে সপে দেন রানি পদ্মাবতী। আর সেই কাহিনী অবলম্বনেই 'পদ্মাবত' তৈরি করেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। যে সিনেমার শুটিং শুরুর পর থেকে রাজপুত কারনি সেনা বিক্ষোভ শুরু করে ভারতের একাধিক রাজ্যে। মুক্তির পরও তাদের সেই বিক্ষোভ অব্যাহত রয়ে যায় ভারতের ৪টি রাজ্যে। ফলে গোবলয়-কে বাদ দিয়েই মুক্তি পায় বনশালীর 'পদ্মাবত'। কিন্তু, এত বাধা বিপত্তি সত্ত্বেও পদ্মাবত ব্যবসায় সফল। রিপোর্ট বলছে, গোটা বিশ্বব্যাপী পদ্মাবত ইতিমধ্যেই প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। মুক্তির পর মাত্র ১৯ দিনের মধ্যেই গোটা বিশ্বব্যাপী ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে বনশালির সিনেমা। যে রেকর্ড 'বাহুবলী টু'-কেও পিছনে ফেলে দিয়েছে। পদ্মাবত ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, রণবীর সিং, দীপিকা পাদুকনে, শাহিদ কাপুর সহ প্রমুখ। সূত্র: জি নিউজ