শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:১৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছের পোনা চাষ করে শিক্ষিত বেকার লেবু মন্ডল এখন স্বাবলম্বী

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম): বেকারত্ব ঘুচাতে ছাত্র জীবন থেকেই রাজারহাটের হামিদুল ইসলাম লেবু মন্ডল নামের এক যুবক চাকুরীর আশা না করেই ব্যতিক্রমী চিন্তা করে। এক সময় সে স্বল্প পুঁজি দিয়েই একাই মাছের পোনা চাষ শুরু করে।

এসএসসি পরীক্ষার পর ১৯৯৮ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজারহাট শাখা থেকে মাছের পোনা চাষ করার জন্য মাত্র ১৫ হাজার ঋণ নেয়। তাই দিয়ে রেণু পোনা মাছের ব্যবসা শুরু করেছিলেন মো. হামিদুল ইসলাম লেবু মন্ডল (৩৪)। সফলতার সঙ্গে এসএসসিসে প্রথম বিভাগসহ বিএ পাস করে চাকুরী না খুঁজে পুরোপুরি মাছের পোনা ব্যবসায় ঝুঁকে পড়েন তিনি। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর শুধু সফলতার গল্প শুরু।

রাজারহাট উপজেলার সদর ইউপির বোতলার পাড় গ্রামের বাসিন্দা সমাজ সেবক মরহুম আলহাজ্ব আহাম্মদ আলী মন্ডলের ৪র্থ পুত্র হামিদুল ইসলাম লেবু মন্ডল লেবু। ১৯৯৮সালের এসএসসি পরীক্ষার পর মাত্র ৩হাজার টাকা দিয়ে অন্যের একটি ছোট পুকুর লিজ নিয়ে রেণু মাছের পোনা চাষ শুরু করে।

এখন শুধু তিনি রাজারহাট উপজেলা নয় গোটা কুড়িগ্রাম জেলার সর্বত্র সফল গুণগত মানের পোনা মাছের ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান তিনি পৈতৃক ও লিজসহ প্রায় ২০ একর জমির ৫টি পুকুরে নিয়মিত পোনা মাছের চাষ করে আসছে।

৩৪বছর বয়সী এ যুবক সফল ব্যবসায়ী জীবনে ইতিমধ্যে প্রায় দেড় কোটি টাকার মালিক বনে গেছেন। তার ওই পোনা মাছের হ্যাচারীতে এ এলাকার ৮/১০ জন শ্রমিক সারা বছরেই কাজ করে তাদের পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করে।

এ বিষয়ে পোনা ব্যবসায়ী হামিদুল ইসলাম লেবু মন্ডলের সাথে কথা বলে জানা গেছে, প্রথম ব্যবসা শুরু থেকে আমার সাধনা ছিল সৎভাবে ব্যবসা করা। আল্লাহ্ তায়ালা আমাকে সে ভাবে তৌফিক দিয়েছে। তাই বাকী জিবনেও আমি সততার সাথে ব্যবসা চালিয়ে যাব। নিজের ব্যবসায়ী অর্থ উর্পাজনের মধ্যে দিয়ে ৪একর জমি সহ বসতবাড়ী তৈরির পাশাপাশি ব্যবসায় এখন কোটি টাকা বিনিয়োগ করছি। পাশাপাশি গুণগতমানের পোনা মাছ চাষে কোয়ালিটি সম্পূর্ণ খাবার পরিবেশনে তিনি বদ্ধ পরিকর।

১৩ফেব্রুয়ারি মঙ্গলবার রাজারহাট উপজেলা মৎস্য অফিসার মো. আ. রহমান বলেন, লেবু মন্ডল একজন সৎ ও নিষ্ঠাবান মৎস ব্যবসায়ী হিসেবে আমি তাকে চিনি ও জানি। উপজেলা মৎস বিভাগের আয়োজনে কোটেশনের মাধ্যমে ঠিকাদারদের সব সময় তার কাছ থেকে পোনা মাছ সরবরাহ করার জন্য বলা হয়ে থাকে। পাশাপাশি তিনি ২০১৪সালে উপজেলা পর্যায়ে এবং ২০১৫সালে জেলায় সফল মৎস কর্মী হিসেবে তাকে পুরুষ্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়