শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজেও কোচ পাচ্ছে না টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক : আগামী মার্চের প্রথম সপ্তাহে ভারত ও বাংলালেদশকে নিয়ে শ্রীলঙ্কা ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে। এই সিরিজে খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এই সফরেও প্রধান কোচ পাচ্ছে না টাইগাররা। শুধু তাই নয়, ঠিক কবে নাগাদ প্রধান কোচ নিয়োগ দেয়া হতে পারে সে বিষয়েও স্পষ্ট করে কোন তথ্য দেয়নি বিসিবি।

গত মাসে প্রধান কোচ ছাড়াই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও অনুষ্ঠিত হয়েছে প্রধান কোচ ছাড়া। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও প্রধান কোচ ছাড়াই খেলবে টাইগাররা।

গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর করে টাইগাররা। ওই সিরিজ চলাকালীন সময়েই চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন, তিনি বাংলাদেশ দলের সঙ্গে আর কাজ করতে চান না।

বাংলাদেশ দলের সফর শেষ হওয়ার কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান চন্ডিকা হাথুরুসিংহে। এরপর থেকে প্রধান কোচ নিয়োগের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু এখনও নিয়োগ দেয়া সম্ভব হয়নি। এজন্য আরও সময় নিতে চায় বিসিবি।

গতকাল সোমবার বোর্ড পরিচালকদের সভা ছিল। এদিন সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘হঠাৎ করে কাউকে নিয়োগ দিতে চাই না। দলের জন্য যেমন কোচ দরকার তেমন একজনকেই নিয়োগ দিতে চাই আমরা। সেজন্যই দেরি হচ্ছে। শ্রীলঙ্কা সফরের আগে নিল ম্যাকেঞ্জি ও মাইকেল বেভান ব্যাটিং কোচ হিসাবে বিবেচনায় আছেন। হাতে সময় কম। তাই এই সফরের আগে ব্যাটিং কোচ আনা সম্ভব নাও হতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়