শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্দেহজনক পাউডার ভীতি: ট্রাম্প জুনিয়রের স্ত্রী হাসপাতালে


আব্দুর রাজ্জাক: সন্দেহজনক পাউডার ভীতিতে ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের স্ত্রী ভানেসা ট্রাম্পকে নিউইয়র্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেইলের মাধ্যমে পাওয়া এক অপরিচিত পাউডারের পাত্র খোলার পর তাকে অস্বাভাবিক মনে হলে পাশে থাকা আরও দু’জনসহ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশের মুখপাত্র কার্লোস নিভেস এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সকালে ট্রাম্প জুনিয়রের ঠিকানায় আসা অজানা সাদা পাউডার দেখে ভীত হয়ে গেলে তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই পাউডারের পাত্রটি পরীক্ষা করে বিপজ্জনক কিছু নয় বলে নিশ্চিত করেছে।

২০১৬ সালেও ট্রাম্প জুনিয়রের ছোট ভাই এরিক ট্রাম্পের জন্যও এমন সাদা পাউডার পাঠানো হয়েছিল যদিও তা ক্ষতিকর প্রমাণিত হয়নি।
উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে অনুরূপ একটি মেইল এসেছিল। প্রচারপত্র হিসেবে পাঠানো মেইলটিতে ‘অ্যানথ্রাক্স’

রোগের জীবাণু সংযুক্ত করে একটি খাম পাঠানো হয়েছিল। সেই খামের ক্ষতিকর প্রভাবে মোট পাঁচজনের মৃত্যু হয়েছিল।
ট্রাম্প জুনিয়র টুইটারের মাধ্যমে তার সন্তান ও স্ত্রীর সুস্থতা নিশ্চিত করে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বিরোধী মনোভাব প্রকাশে এমন বিরক্তিকর আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট পরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র জেফ্রি এডামস জানান, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অগ্রগতি নিয়ে কোন মন্তব্য করেননি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়