শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার থেকে সুন্দরবনে বাঘ গণনা শুরু

হ্যাপী আক্তার: সুন্দরবনে কাল বুধবার থেকে আবার বাঘ গণনা শুরু করছে বন বিভাগ। বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও ভুটানেও চলবে এ কার্যক্রম। এর মধ্য দিয়ে জানা যাবে এ অঞ্চলে মোট বাঘের সংখ্যা।

ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে হচ্ছে এবারের গণনা। সুন্দরবনের ২৩৯টি পয়েন্টে বসানো হচ্ছে ৪৭৮টি ক্যামেরা। সামনে রাখা হবে খাবার। পরে ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে নির্ণয় করা হবে এলাকায় মোট বাঘের সংখ্যা।

পুরো কার্যক্রম পরিচালনা করছেন বন বিভাগ ও ওয়াইল্ড টিমের ৬০ সদস্য। ৩ বছর আগেও হয়েছিলো ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে বাঘ গণনা। তখন সুন্দরবনে পাওয়া যায় ১০৬টি বাঘ।

খুলানা বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান বলেছেন, চারটি দেশে যখন কার্যক্রম শেষ হবে এবং একসাথে রিপোর্ট হবে। এতে করে বুঝা যাবে যে সারা বাংলাদেশসহ অন্যান্য দেশে বাঘের সংখ্যা কত এবং বাঘের অবস্থান কি।

খুলনা সার্কেল বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বলেছেন, ধারণা করা যাচ্ছে তিন বছরে যে উদ্যোগগুলো ছিলো এবং যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে তা কতটুকু ফলপ্রসু হয়েছে। বাঘের সংখ্যার ওপর ভিত্তি করে আগামী সময়ে কি ধরণের কার্যক্রম গ্রহণ করতে হবে তার একটি নীতিনির্ধারণ করা যাবে।

ইউএসএইড এর অর্থায়নে দুই মাসের এই গণনার ফল জানা যাবে আগামী বছরের শুরুতে। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়