শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপি নেতা অনশনে

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে এক বিএনপি নেতা অনশন শুরু করেছেন। মৌলভীবাজারের কুলাউড়ায় এই বিএনপি নেতা অনশনে বসেছেন।

তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।

সোমবার কুলাউড়া পৌরসভার স্বাধীনতা সৌধে দুপুর ২টায় তিনি এই অনশন শুরু করেছেন। এদিকে, একই দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই পাঁচ জনকে পুলিশ আটক করে।

আটক পাঁচ জন হলেন— কুলাউড়া সদর ইউনিয়নের মৃত বাতির মিয়ার ছেলে আবু সুফিয়ান (৩২), হাসানপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে সাইফুর রহমান (২৮), হাজিপুর ইউনিয়নের ফরজান উল্ল্যার ছেলে মাওদুদ আহমদ (৩২), বিহালা গ্রামের মহরম আলীর ছেলে শামীম (৩৩) ও টিলাগাঁও ইউনিয়নের চকসালন গ্রামের গোবিন্দ চন্দের ছেলে গৌরাঙ্গ দে (২২)।

এর আগে, বিএনপির নেতাকর্মীদের আটক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাধীনতা সৌধে দুপুর ২টা থেকে আমরণ অনশন শুরু করেন অ্যাডভোকেট আবেদ রাজা।

আবেদ রাজা বলেন, ‘গণতান্ত্রিক মতপ্রকাশে পুলিশ বাধা দিচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ার উছলাপাড়ায় আমরা কয়েকজন নেতাকর্মীসহ মানববন্ধনের চেষ্টা করেছিলাম। কিন্তু পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। সেখান থেকে পাঁচ-ছয় জনকে আটক করে পুলিশ। পুলিশের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করা যাচ্ছে না। এর অবসান ঘটতে হবে।’

পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়া ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আবেদ রাজা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, ‘বিএনপির সহসভাপতি অ্যাড. আবেদ রাজা অনশন করছেন। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সেখানে পুলিশ সতর্ক অবস্থায় আছে।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে কুলাউড়ায় আমরণ অনশন শুরু করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়