শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নামে ব্যবসা করবে একীভূত সত্তা

ডেস্ক রিপোর্ট : ভারতীয় সেলফোন অপারেটর ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলারের মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠান দুটির কার্যক্রম একীভূত হলে সৃষ্ট প্রতিষ্ঠানটি নতুন নামে আত্মপ্রকাশ করবে। একীভূত হওয়ার এক বছর পর থেকে নতুন নাম কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইটিটেলিকম।

সংশ্লিষ্ট সূত্রটি জানায়, ভোডাফোন-আইডিয়া একীভূত হলে নতুন একটি ব্র্যান্ড হবে সৃষ্ট প্রতিষ্ঠানটি। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটি কাজ শুরু করেছে।

গত জানুয়ারিতে ন্যাশনাল ’ল ট্রাইব্যুনালের (এনসিএলটি) আহমেদাবাদের একটি বেঞ্চ ভোডাফোন মোবাইল সার্ভিসেস লিমিটেড, ভোডাফোন ইন্ডিয়া লিমিটেড এবং আইডিয়া সেলুলার লিমিটেডের একীভূতকরণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) শর্তসাপেক্ষে এ দুই সেলফোন অপারেটরের প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়ার অনুমোদন দেয়। এরও আগে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার (সিসিআই) পক্ষ থেকেও এ একীভূতকরণে অনুমোদন দেয়া হয়েছিল। সিসিআইয়ের পক্ষ থেকে অবশ্য কোনো শর্ত ছাড়াই ভোডাফোন ও আইডিয়ার কার্যক্রম একীভূত করার অনুমোদন দেয়া হয়েছিল। তবে একীভূতকরণ প্রক্রিয়া শেষ হতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে প্রতিষ্ঠান দুটিকে।

গত বছরের মার্চে কার্যক্রম একীভূতকরণ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক ভোডাফোন ও আদিত্য বিড়লা গ্রুপের টেলিকম কোম্পানি আইডিয়া সেলুলার লিমিটেডের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়। একই সময় এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি প্রাথমিক চুক্তিও সম্পন্ন হয়।

ভারতীয় টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (ট্রাই) তথ্যমতে, ভারতে আইডিয়া সেলুলার ও ভোডাফোন ইন্ডিয়ার মোট ৪০ কোটি গ্রাহক রয়েছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শেষ হলে গ্রাহক সংখ্যায় এটিই ভারতের বৃহৎ টেলিকম অপারেটর হবে। এর ফলে গ্রাহক সংখ্যা বিবেচনায় বর্তমানে ভারতের শীর্ষ সেলফোন অপারেটর ভারতী এয়ারটেলকে পেছনে ফেলবে নতুন কোম্পানিটি। বর্তমানে গ্রাহক সংখ্যা বিবেচনায় ভারতের দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটর যথাক্রমে ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলার।

ভোডাফোন ও আইডিয়া চলতি বছরের প্রথমার্ধে একীভূতকরণ প্রক্রিয়া শেষ হবে বলে প্রত্যাশা করছে। তবে বিশেষজ্ঞদের মতে, মার্চ-এপ্রিল নাগাদ প্রতিষ্ঠান দুটির কার্যক্রম একীভূত হতে পারে।

ধারণা করা হচ্ছে, ভোডাফোন ও আইডিয়া একীভূত হয়ে সৃষ্ট প্রতিষ্ঠানটি ভারতের টেলিকম খাতে আধিপত্য বিস্তার করবে। এর ফলে দেশটির টেলিকম খাতে রিলায়েন্স জিও ইনফোকম ও ভারতী এয়ারটেলের যে আধিপত্য রয়েছে, তাতে ছেদ পড়তে পারে। নতুন প্রতিষ্ঠানটি রাজস্ব আয়, মুনাফা ও অর্থের দিক থেকে রিলায়েন্স ও এয়ারটেলকে ছাড়িয়ে যাবে।

বেঙ্গালুরুভিত্তিক বিপণন পরামর্শক প্রতিষ্ঠান পল রাইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসি পল বলেন, নতুন ব্র্যান্ডটি নতুনভাবে টেলিকম সেবা কার্যক্রম শুরু করতে সহায়তা করবে। শহর এলাকায় ভোডাফোনের ও প্রত্যন্ত অঞ্চলে আইডিয়ার শক্তিশালী অবস্থান রয়েছে। এর ফলে নতুন ব্র্যান্ড উভয় এলাকার গ্রাহকের মধ্যে সাড়া ফেলবে।

ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের তথ্যমতে, ভোডাফোন ও আইডিয়ার একীভূতকরণ সম্পন্ন হলে সৃষ্ট প্রতিষ্ঠানটি প্রায় ৭৭ হাজার ৫০০ থেকে ৮০ হাজার রুপি রাজস্ব আয় করতে পারবে।

একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট নতুন কোম্পানিতে ভোডাফোনের দখল থাকবে ৪৫ দশমিক ১ শতাংশ। আইডিয়া সেলুলারের প্যারেন্ট কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপের অংশীদারিত্ব থাকবে ২৬ শতাংশ। তবে ৩ হাজার ৮৭৪ কোটি রুপি পরিশোধের মাধ্যমে নতুন অপারেটরের আরো ৪ দশমিক ৯ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণে নিতে পারবে প্রতিষ্ঠানটি। বাকি ২৮ দশমিক ৯ শতাংশের নিয়ন্ত্রণে থাকবে অন্য শেয়ারধারীরা।

সাম্প্রতিক সময় ভারতের টেলিকম খাত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বাজারটিতে রিলায়েন্স জিও ইনফোকমের প্রবেশ এবং বিনামূল্যের বিভিন্ন সেবার কারণে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে উঠেছে অন্য অপারেটরদের। জিওর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে বিভিন্ন টেলিকম অপারেটর একীভূতকরণ ও অধিগ্রহণে বেশি জোর দিচ্ছে। বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়