শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপাল ও শ্রীলঙ্কাতেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা আছে (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ : নেপালের মত একটি দেশে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া আছে। গত কয়েকদিন আগে শ্রীলঙ্কায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলো। আমরা কিন্তু নেপাল ও শ্রীলঙ্কা থেকে পিছিয়ে থাকার দাবি করি না কিন্তু আজ পর্যন্ত আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারি নি। বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দল তারা নিজেদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক করে কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভোটটা দিতে পারি না এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের একটি বাস্তবতা।

সোমবার দিবাগত রাতে যমুনা টিভির ২৪ ঘণ্টা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদি ও সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তোজা।

তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ একটি সুবিধাজনক অবস্থানে আছে। তারা যেভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছে ঠিক সেভাবেই পরিচালনা করছে। অতীতের বাংলাদেশে দেখা গেছে বিরোধী দল বলে একটি দল ছিলো, সেই দলটি সরকারের ভুল-ত্রুটি ধরে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে দিয়েছে বিষয়টি তা নয কিন্তু তারা সরকারকে এক ধরণের চাপে রাখতে পেরেছে। আমরা যদি গত ৯-১০ বছরের বিষয়টা দেখি তাহলে দেখতে পাবো যে, আওয়ামী লীগকে কখনো বিরোধী দলের কথা মাথায় রাখতে হয়নি। এক বছরে ছয়বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে সরকার, সারা পৃথিবীতে তেলের দাম কমেছে কিন্তু আমাদের দেশে তেলের দাম কমানো হয়নি। একটি বিরোধী দল না থাকার কারণেই এমনটা হয়েছে।

গোরাম মোর্তোজা আরো বলেন, ৫ই জানুয়ারির মত হয়তো আরও একটি নির্বাচন হবে না। দুই দল তাদের মত করে বিভিন্ন কার্জ-ক্রম চালিয়ে যাবে কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়