শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ৬

শাহজালাল ভূঁঞা, ফেনী: ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ইদন মিয়া (৩০) নামে একজন যুবলীগ নেতাকে এলাপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারত্মকভাবে জখম করেছে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

রোববার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ছয় জন স্থানীয় যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন, মো. সোহেল মিয়া (৩০), মোজাম্মেল হোসেন ওরফে লাভলু (২৫), খোরশেদ আলম (১৯), সাইফুল ইসলাম ওরফে হাসান (২২), মো. সাহজাহান ওরফে সজীব (২৫) ও মাসুদ পারভেজ ওরফে রুবেল (৩০)।

জানা যায়, স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে রাজাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইদন মিয়ার সাথে গত কিছু দিন থেকে অপর যুবলীগ নেতা দাবিদার সোহেল মিয়ার সাথে বিরোধ চলে আসছিল।

গতকাল রাতে ইদন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। বাড়ির পাশে যাওয়া মাত্রই তার হাত-পা ও চোখ বেধে পাশের একটি জঙ্গলের মধ্যে নিয়ে সোহেলের নেতৃত্বে ৭-৮জন সন্ত্রাসী এলোপাথাড়ী পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পাশের বাড়ির এক লোক ঘটনাটি দেখে চিৎকার শুরু করে। এতে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।

রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মনু বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনায় জড়িতরা যুবলীগ কর্মী হলেও তাদের কোন পদ-পদবি নেই।

দাগনভূঞা থানার অধীন কোরেশমুন্সি পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসীরা তাঁর বাম হাত ও বাম পা ভেঙ্গে দিয়েছে। শরীরের বেশ কটি কোপের আঘাত রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়