শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০০ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমে উঠেছে বসন্ত মেলা ও কারুশিল্প প্রদর্শনী

মোরশেদ মুকুল: জমে উঠেছে ৫ দিনব্যাপী বসন্ত মেলা ও কারুশিল্প প্রদশর্নী। মতিঝিলের বিসিক ভবনে ৫ দিনব্যাপী বসন্ত মেলা ও কারুশিল্প প্রদর্শনীর প্রথম দিনে ক্রেতা-দর্শণার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

রোববার থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত মেলায় স্থান পেয়েছে হস্ত ও কুটির শিল্পের মোট ৫১টি স্টল।

উদ্বোধনীর দিনে প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, কুটির ও হস্তশিল্প খাতের পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য মেলায় ক্রেতাদের চাহিদানুযায়ী আকর্ষণীয় নতুন নতুন ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বিসিক থেকে কারুশিল্পীদের সম্ভাব্য সকল প্রকার সেবা-সহায়তা প্রদান করা হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা যদি অর্থাভাবে শিল্প স্থাপন না করতে পারেন তাহলে বিসিকের নিজস্ব তহবিল ঋণ কর্মসূচির আওতায় এসব উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, ক্রেতা সাধারণের নিকট পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে কারুশিল্পরা আত্ম-বিশ্বাসী হয়ে উঠবেন।
উল্লেখ্য, বিসিক দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে উদ্যোক্তাদের সেবা-সহায়তা দিয়ে আসছে।
মেলা ঘুরে দেখা যায়, নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, তৈরি পুতুল, মৃৎ শিল্প, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প, ফ্যাশন ডিজাইন ও কৃত্রিম ফুলের তৈরি নানা আসবাব ও তৈরি সরঞ্জাম স্টলগুলোতে স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়