শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বিএনপির অবস্থান কর্মসূচি

মাঈন উদ্দিন আরিফ: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান।

তিনি বলেন, মানববন্ধনের মতো মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনেই আমাদের অবস্থান কর্মসূচি হবে। সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মসূচি হবে। আমাদের নেতাকর্মী সেখান দাঁড়িয়ে এই কর্মসূচি সফল করবেন বলে আমরা প্রত্যাশা করছি।

রিজভী বলেন, সারাদেশে স্থানীয় সুবিধা অনুযায়ী জেলা নেতৃবৃন্দ এই কর্মসূচি করবেন। আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না।

শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেও পুলিশ কেনো দলের নেতাকর্মীদের গেফতার করছে, লাঠিপেটা করছে এমন প্রশ্ন তোলেন রিজভী।

সোমবার সকালের মানববন্ধন কর্মসূচির পর মৎস্যভবনের কাছ থেকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল রাত থেকে এখন পর্যন্তÍ ঢাকাসহ সারাদেশে ৮৫ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ গেফতার করেছে। গত ৩০ জানুয়ারি থেকে এই পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪ শ জনের অধিক। অবিলম্বে সকল নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান বিএনপির এ নেতা।

ঢাকায় কোথাও তাদের কর্মসূচি করতে স্থান দিচ্ছে না বলেই জাতীয় প্রেস ক্লাবের সামনে এইসব কর্মসূচি করতে হচ্ছে বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা বেবী নাজনীন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়