শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে নামার আগে রিয়ালকে ডি মারিয়ার হুশিয়ারি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১৪ ফেব্রুয়ারি বুধবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও মুখোমুখি লড়াইয়ের আগে এবার রিয়াল মাদ্রিদকে সতর্ক করেছেন পিএসজি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া।

এক সময় রিয়াল মাদ্রিদ্রের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন ডি মারিয়া। ২০১৪ সালে ক্লাবটি ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে প্যারিস সেইন্ট জার্মেইয়ে আসেন তিনি। বর্তমানে ফরাসি ক্লাব পিএসজির হয়ে মিডফিল্ডে দারুণ ভূমিকার পাশাপাশি গোলের দেখাও পাচ্ছেন আর্জেন্টাইন তারকা।

চার মৌসুমে ধরে রিয়ালের খেলার অভিজ্ঞতা থাকায় দলটির সামর্থ্য সম্পর্কে ভালো করেই জানেন ডি মারিয়া। তবে এবার বদলে যাওয়া পিএসজি সম্পর্কে রিয়ালকে সতর্কবার্তা দিয়ে রাখলেন তিনি। প্রাক্তন সতীর্থদের জানিয়েছেন, গত মৌসুমের চেয়ে শক্তিশালী পিএসজি।

পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে ডি মারিয়া জানান, ‘আমরা গত মৌসুমে চেয়ে শক্তিশালী। এই ধরনের ম্যাচে আপনার মেধার চেয়ে বেশি কিছু থাকা লাগে। জয়ের জন্য আপনার কিছুটা ভাগ্যেরও সমর্থন দরকার।’

চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে রীতিমত উড়ে চলছে পিএসজি। দলটির হয়ে দারুণ ফর্মে রয়েছেন এডিনস কাভানি। তাদের সঙ্গে মৌসুমের শুরুতে যোগ দেওয়া সময়ের সেরা নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ফলে আরও বেশি শক্তিশালী উনাই এমরির দলটি।

সাধারণত লিগের চেয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলোয়াড়রা বেশি দিতে চায় বলে মনে করেন ডি মারিয়া। এ প্রসঙ্গে আর্জেন্টাইন উইঙ্গারের বক্তব্য, ‘রিয়াল মাদ্রিদ অসাধারণ দল। তারা সব সময়ই চ্যাম্পিয়নস লিগে খেলে থাকে। চ্যাম্পিয়নস লিগের সংগীত বেজে উঠলে খেলোয়াড়রা বদলে যায় এবং নিজেদের সেরাটা দিয়ে খেলে। এটা লিগের চেয়ে সম্পূর্ন ভিন্ন একটি প্রতিযোগিতা। আমাদের রক্ষণের দিকে নজর রাখতে হবে। কেননা আমরা জানি তারা যে কোনো সময় সেখানে বদলে যেতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়