শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ভবন ধসে শ্রমিক নিহত 

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মো. আব্দুস সোবাহান সানা (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে মহানগরীর ভৈবর স্ট্যান্ড রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোবাহান সানা খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের ওয়াজেদ সানার ছেলে। তিনি নগরীর জেলখানা রোডস্থ মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজ নামক ইট গোলার শ্রমিক ছিলেন। আহত ছেলে মিলন একই প্রতিষ্ঠানে তাকে সহযোগিতা করতেন।

জানা যায়, নির্মাণাধীন তিনতলা ভবনটিতে কোন ধরণের পার্শ্বনিরাপত্তা ব্যবস্থা নেই। এছাড়া ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে তিন দিন আগে দেওয়া সাইড ওয়াল ধসে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রমিক সোবাহান সানা ও তার ছেলে মিলন সানা ভ্যানযোগে ইট নিয়ে ওই বাড়িতে পৌঁছান। তারা ইট নামানোর মুহূর্তে তিনতলার সাইড ওয়াল ধসে পড়ে পিতা- ছেলে আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক সোবাহানকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়