শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিডিয়ার উপরই সুজনের ক্ষোভ!

এল আর বাদল : ভীষণ ক্ষোভ বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। কার উপর ক্ষোভ, সেটা কিন্তু সরাসরি প্রকাশ করলেন না। সাংবাদিকদের জানালেন, আমি আর নোংরা পরিবেশে কাজ করতে চাই না। আজ এ কথা বলেই ইতিহাস বর্ণনা করলেন সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে শোচণীয়ভাবে সিরিজ হারের। সেই বর্ণনার মধ্যেই সুজন বার বার আকার-ইঙ্গিতে সাংবাদিকদের দোষারোপ করছিলেন ক্রিকেটীয় পরিবেশ নষ্ট করার।
চট্টগ্রাম টেস্টের দলে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত মিরপুরে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন। তিনি ব্যাট হাতে খুব বেশি আহমরি পারফর্ম করেননি। দ্বিতীয় ইনিংসে ম্যাচ নিস্পত্তির সময়ে ব্যাট হাতে ৫৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
দ্বিতীয় টেস্টে দল না থাকায় গণমাধ্যমে প্রশ্ন তোলা হয় আবাহনী ক্লাবের স্বার্থে সৈকতকে দল থেকে বাদ দেওয়া হয় এবং পরে প্রিমিয়ার খেলতে পাঠানো হয়। আর এমন প্রশ্নে ক্ষুদ্ধ টেকনিক্যাল ডিরেক্টর সুজন। তিনি বলেন, আমি সুজন অনেক বছর ধরে ক্রিকেটে কাজ করছি। আমি জানি কি করতে হবে আর না করতে হবে। অনেকেই বলে আমি আবাহনীর পক্ষে কাজ করি। এই কথাগুলো ঠিক নয়। আমি আগে দেশের তারপর ক্লাবের।
সুজন বলেন, এমন নয় যে সৈকত দ্বিতীয় টেস্টের দলে না থাকায় আমরা ম্যাচ জিততে পারিনি। সৈকত ম্যাচে থাকলে যে বাংলাদেশকে জয় উপহার দিতো এমনটা তো বলা যায় না। আসলে এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে বেশি কথা উঠছে। যা মোটেই ভালো নয়। এরকম চলতে থাকলে পরিবেশ নোংরা হবে। আমি খেলোয়াড়ী জীবন থেকেই সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে আসছি, আমি জানি আমার কথা শুনে তারা আর আমাকে ভুল বুঝবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়