শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে নগ্ন যাত্রীর কান্ডে দিশেহারা বিমানকর্মীরা

রবিন আকরাম: কেবলমাত্র বিমান ছেড়েছে। নিজেদের কাজে ব্যস্ত রয়েছেন বিমানকর্মীরা। কিন্তু কিছুক্ষণ পরেই এক যাত্রী বিমানের মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু করে দেন। জামাকাপড় খুলে চিৎকার শুরু দেন ওই ব্যক্তি। শেষে বাধ্যত সেই যাত্রীর চাপের কাছে নতিস্বীকার করল বিমান চালক। বিমান ফিরে এল এয়ারপোর্টে।

খবর অনুযায়ী, বুধবার আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান ছাড়ার পরেই এক বিমানযাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কিছুক্ষণ পরেই বিমানের শৌচাগারে গিয়ে নিজেকে আটকে রাখেন তিনি।

পরে নিজের জামাকপড় খুলে বাইরে ফেলে দেন সেই ব্যক্তি। সেই সময় বিমানে ১৭৮ জন যাত্রী ছিলেন। ঘটনার পরেই প্রবল আতঙ্ক ছড়ায় বাকি বিমানযাত্রীদের মধ্যে।

বিমান কর্তৃপক্ষের দাবি, এরপরেই বিমানের কর্মীরা সেই যাত্রীকে নানারকম ভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে থাকেন। কিন্তু সেই ব্যক্তি জোরে চিৎকার শুরু করেন শৌচাগারের ভিতর থেকেই। শেষে বাধ্য হয়ে বিমান চালক ফের বিমানটিকে এয়ারপোর্টে ফিরিয়ে আনারই সিদ্ধান্ত নেন।

পরে সেই ব্যক্তিকে গ্রেফতার করে এফবিআই। কিন্তু কী কারণে ওই ব্যক্তি বিমানের মধ্যে এ রকম আচরণ শুরু করলেন তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে সে মদ্যপ ছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়