শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক

মাঈন উদ্দিন আরিফ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, প্রেসক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মৎস্যভবনের সামনে থেকে পুলিশ তাকে আটক করেছে। যা সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক। একই সঙ্গে শামসুজ্জামান দুদুকে নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

এদিকে রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার শামসুজ্জামান দুদুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোনো মামলায় তাকে গ্রফতার করা হয়েছে এ বিষয়ে কিছু জানাননি।

এর আগে সোমবার বেলা ১১ দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত মানবন্ধন কর্মসূচি হিসেবে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জাতীয় প্রেসক্লাবের সামনে যোগ দেন। এসময় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা রাস্তার এক পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলটি। সম্পাদনায়: সজিব খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়