শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর-রুনি হত্যার বিচারে অনাগ্রহে সাংবাদিক নেতাদেরও ইজ্জত কমেছে

আফসান চৌধুরী : সাগুর-রুনি হত্যা মামলা নিয়ে একটি বিষয় পরিস্কার যে, যারা এই মামলার দায়িত্বে আছে, তারা হয়তো চায় না, এই মামলাটি পূর্ণাঙ্গভাবে তদন্ত হোক। আমরা চাইলে মুখ খুলে বলতে পারব না, তদন্তটি অনিশ্চিত। বিভিন্ন সময় বিভিন্ন কারণে মনে হচ্ছে, এটির রিপোর্ট কখনো আসবে না। বাংলাদেশের অনেক সাংবাদিক নেতাও এটিকে ধামাচাপা দেওয়ার জন্যে তৎপর ছিল।

কেউ কেউ বলে, অনেকে কিছু সুবিধা পেয়েছে, তাই তারা চাচ্ছেন না এই হত্যার বিচার হোক। আমি বুঝতে পারি না, বিষয়টি ধামাপাচা দিয়ে কি লাভ হলো? এই কথাগুলো পত্রিকায় আসে না এটি ঠিক, কিন্তু সমাজের বিভিন্ন মহলে কথা হয়, আলোচনা হয়। এতে করে কারও ইজ্জত বাড়েনি। বরং ইজ্জত কমেছে। সাংবাদিক নেতাদেরও ইজ্জত কমেছে।

এগুলো অস্বীকার করে লাভ হবে না। যে দেশে জঙ্গি তৎপরতাকে একেবারে দমন করতে পারে, সে দেশের পুলিশ নিশ্চয়ই অত্যন্ত দক্ষ। সেই পুলিশই যখন সাগর-রুনি মামলার সুরাহা করতে পারে না, তখন বুঝতে হবে, সুরাহার ব্যাপারে হয় তাদের আগ্রহ নেই আর না হয় ক্ষমতাবান কোনো লোকের আগ্রহ নেই।

পরিচিতি : সিনিয়র সাংবাদিক
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়