শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সুশান্ত সাহা : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিদেশী পিস্তলও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাতে মোহাম্মদপুর ভাংগা মসজিদ এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো, রুবেল হোসেন(২২), সোহাগ আলী (২৩) ও সোহাগ (১৯)। এ সময় রুবেলের কোমড়ে থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল সাথে ম্যাগাজিনে ২ রাউন্ড গুলি, সোহাগ আলী পকেট হতে ১০০ রাউন্ড গুলি ও সোহাগের কোমড়ে থেকে ৮৫ রাউন্ডগুলি উদ্ধা করা হয়।

র‌্যাব-২ এর এএসপি মোঃ ফিরোজ কাউছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের ভাংগা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব ২ এর সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র গোলাবারুদের ব্যবসা করে আসছিল। তারা দেশ এবং দেশের বাইরের থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে থাকে। পরে চড়াদামে বিক্রি করে থাকে । এছাড়াও অস্ত্র ভাড়াও দিয়ে থাকেন এই চক্রটি। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। শিল্পপতি, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেনীর লোকজনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, খুন, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তাদের প্রধান পেশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়