শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালীন অলিম্পিকে সাইবার হামলার সূত্র এখনো উন্মোচিত হয়নি

মনিরা আক্তার মিরা : শীতকালীন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের সময় সাইবার হামলা হওয়ার বিষয় রবিবার সংগঠনের কর্মকর্তা নিশ্চিত করেছে। কিন্তু তারা এ ব্যপারে কোনো তথ্য উন্মোচন করেনি।
গত শুক্রবার হওয়া সাইবার হামলায় খেলার গুরুতপূর্ণ বিষয় ছাড়াও ইন্টারনেট ও টেলিভিশন সার্ভিস গুলোর ওপরো বেশ প্রভাব পরে। তবে এ ব্যাপারে সংগঠনের কর্মকর্তা বলেছে, খেলার কোন গুরুত্বপূর্ণ অংশ সাইবার হামলায় ক্ষতি হয়নি।
ন্যাশনাল অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক এডামস বলেন, ‘ আমরা এ বিষয়ে কোন মন্তব্য করবো না। আমাদের উদ্দেশ্য নিরাপত্তা বজায় রাখা এবং আমারা নিশ্চিত করেছি খেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিরাপত্তার আওতায় রয়েছে।
পিয়ংচ্যাং অলিম্পিক কমেটির মুখপাত্র সাং বাইক ইউ বলেন, ন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী উত্তর ও দক্ষিণ কোরিয়ার বরফ-শীতল সম্পর্কের কথা বিবেচনা করে তারা সাইবার হামলার কোন ধরনের তথ্য প্রকাশ করবেনা।
অন্যদিকে পশ্চিমা পরাশক্তির দেশগুলো সাইবার হামলার জন্য রাশিয়াকে সন্দেহ করছে। এ ব্যাপারে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিহিংসাপরায়ন হয়ে মিথ্যা খবর প্রকাশ করছে। তাদের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে। পৃথিবীর কেউ এটা প্রমাণ করতে পারবে না।
উল্লেখ্য, সাইবার হামলার হুমকিতে অলিম্পিকের শেয়ার হোল্ডাররা ভয়ে রয়েছে। শেয়ার হোল্ডারের কিছু সদস্য ঝুকি কমাতে ইন্সুরেন্স করছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়