শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালীন অলিম্পিকে সাইবার হামলার সূত্র উন্মোচন না করার সিদ্ধান্ত

[caption id="attachment_459050" align="alignleft" width="500"] The PyeongChang 2018 Winter Olympic Games logo is seen at the the Alpensia Ski Jumping Centre in Pyeongchang, South Korea, September 27, 2017. REUTERS/Pawel Kopczynski[/caption]

মনিরা আক্তার মিরা: দক্ষিণ কোরিয়ায় গত শুক্রবার শীতকালীন অলিম্পিক উদ্বোধনের সময় হওয়া সাইবার হামলার কথা নিশ্চিত করেছে আয়োজকরা। রবিবার এক বিবৃতিতে সংগঠনের কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছে। তবে তারা এ ব্যাপারে কোনো তথ্য উন্মোচন করেনি।

 

গত শুক্রবার হওয়া সাইবার হামলায় খেলার গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও ইন্টারনেট ও টেলিভিশন সার্ভিস গুলোর ওপরো বেশ প্রভাব পরে। ন্যাশনাল অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক এডামস বলেন, ‘ আমরা এ বিষয়ে কোন মন্তব্য করবো না। আমাদের উদ্দেশ্য নিরাপত্তা বজায় রাখা এবং আমারা নিশ্চিত করেছি খেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিরাপত্তার আওতায় রয়েছে।

 

পিয়ংচ্যাং অলিম্পিক কমেটির মুখপাত্র সাং বাইক ইউ বলেন, ন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী উত্তর ও দক্ষিণ কোরিয়ার বরফ-শীতল সম্পর্কের কথা বিবেচনা করে সাইবার হামলার কোন ধরনের তথ্য প্রকাশ করবে না।

 

অন্যদিকে পশ্চিমা পরাশক্তির দেশগুলো সাইবার হামলার জন্য রাশিয়াকে সন্দেহ করছে। এ ব্যাপারে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিহিংসাপরায়ন হয়ে মিথ্যা খবর প্রকাশ করছে। তাদের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে। পৃথিবীর কেউ এটা প্রমাণ করতে পারবে না।

 

উল্লেখ্য, সাইবার হামলার হুমকিতে অলিম্পিকের শেয়ার হোল্ডাররা ভয়ে রয়েছে। শেয়ার হোল্ডারের কিছু সদস্য ঝুঁকি কমাতে ইন্সুরেন্স করছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়