শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি’র প্রশ্ন ফাঁসের মূল হোতা শিক্ষকসহ আটক ৭

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল হোতা দুই শিক্ষকসহ পাঁচ ছাত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার পত্মীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রবিবার বেলা সাড়ে ১২টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, রমজান আলীর ছেলে রেসিডেনশিয়াল কোচিং সেন্টারের শিক্ষক আল মামুন (২৯), মৃত আবুল কাশেমের ছেলে আর্শিবাদ কোচিং সেন্টারের শিক্ষক আনোয়ার হোসেন (৩০), ইমতিয়াজের ছেলে জাহিদ হাসান ইমন (১৬), নারায়ন চন্দ্রের ছেলে প্রভাত কুমার মহন্ত(১৬), হবিবর রহমানের ছেলে মর্তুজা আহমেদ(১৬)। এদের সকলের বাড়ি পত্মীতলা উপজেলায়। ধামইরহাট উপজেলার মৃত শফিকুর রহমানের ছেলে জরুহুল ইসলাম শাহিদ(১৭) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইসরাফিল আলম (১৬)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বলেন, চক্রটি দীর্ঘ দিন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে আর্শিবাদ কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে শিক্ষক আল মামুনসহ তিন ছাত্রকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকীদেরও আটক করা হয়।

তিনি আরো বলেন, তাদের মোবাইলে বিগত পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। তারা এসব প্রশ্নপত্র সংগ্রহ করে অভিভাবকদের কাছে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে প্রশ্নপত্র সরবরাহ করে থাকে। আটকদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা হয়েছে।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়