শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ ঘণ্টা পর জঙ্গি মুক্ত জম্মুর সেনা শিবির, নিহত ১০

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: প্রায় ৩০ ঘণ্টা পর জঙ্গি মুক্ত জম্মুর সুঞ্জওয়ান সেনা শিবির।জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন পাঁচ জন ভারতীয় জওয়ান। সেনা জওয়ানদের পাল্টা আক্রমণে মৃত্যু হয়েছে চার জঙ্গির । সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হয়েছেন এক সেনাকর্মীর বাবা। মৃত্যু হয়েছে ওই সেনাকর্মীরও। আহত বেশ কয়েক জন। জঙ্গি মুক্ত হলেও গোটা এলাকা ঘিরে রেখেছে জওয়ানরা। চলছে তল্লাশি অভিযান। রবিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। বৈঠক করেন সেনা আধিকারিকদের সঙ্গে।জম্মু-দিল্লি জাতীয় সড়কের উপরে সেনাশহর সুঞ্জওয়ান।

সেনা সূত্রে খবর, সেখানেই শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ জইশের ‘আফজল গুরু স্কোয়াড’-এর জঙ্গিরা হামলা চালায়। শিবিরের পাশের নালা দিয়ে এসে পিছনের দিকের তার কেটে জঙ্গিরা ঘাঁটিতে ঢোকে বলে অনুমান সেনার। পিছনের ফটকের রক্ষীর সঙ্গে কিছু ক্ষণ গুলি বিনিময়ের পরে সেনাদের পরিবার ঘাঁটির যে অংশে থাকে সে দিকে গা ঢাকা দেয় জঙ্গিরা। শনিবার সংঘর্ষের প্রথমেই মদনলাল চৌধুরি ও আশরফ মির নামে দুই জওয়ান নিহত হন। দু’জনেই জম্মু-কাশ্মীরের বাসিন্দা।শনিবার তিন জঙ্গিকে খতম করা গেলেও আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল সেনা বাহিনীর কাছে। ফলে জঙ্গি মুক্ত করার জন্য জারি থাকে তল্লাশি অভিযান। দফায় দফায় চলে গুলির লড়াই চলে। রবিবার সকাল পর্যন্ত চলে অভিযান। শেষ পর্যন্ত সকাল সাড়ে দশটা নাগাদ সুঞ্জওয়ান সেনা শিবিরকে জঙ্গি মুক্ত বলে সেনা বাহিনীর তরফে জানানো হয়। উদ্ধার করা হয় বহু বিস্ফোরক। সেনা

সূত্রে খবর, অভিযানের প্রথম থেকেই ঘাঁটির ভিতরে আটকে পড়া সেনাদের পরিবারের সদস্য এবং অন্য সাধারণ মানুষকে রক্ষা করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর সে কারণেই অভিযান শেষ করতে অনেক সময় লাগল বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। যদিও সাবধানতা সত্ত্বেও মহিলা ও শিশু-সহ দশ জন আহত হয়েছেন। নিহত হন এক জন।অভিযানের প্রথমে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ জঙ্গিদের ঘাঁটির এক অংশে কোণঠাসা করে ফেলে। পরে উধমপুর থেকে প্যারা কম্যান্ডোদের নিয়ে আসা হয়। জঙ্গিদের সঠিক অবস্থান জানতে বায়ুসেনার হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করে বাহিনী।

২০০৩ সালে জম্মুর সেনা এই ঘাঁটিতে জঙ্গি হামলায় ১২ জন সেনা নিহত হয়েছিলেন। সাম্প্রতিক অতীতে ২০১৬ সালের সেপ্টেম্বরে কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় জওয়ানদের তাঁবুতে বিস্ফোরণ ঘটিয়েছিল আত্মঘাতী জইশ জঙ্গি। ১৮ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছিলেন। ভারতীয় সেনার পাল্টা গুলিতে ৪ জঙ্গিও খতম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়