শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হকারদের দখলে ময়মনসিংহ শহরের প্রধান সড়কগুলো

ফারমিনা তাসলিম : ময়মনসিংহ শহরের প্রধান সড়কগুলো ভ্রাম্যমাণ হকারদের দখলে। ফলে রাস্তায় যানজটসহ সাধারণ জনগণ বিভিন্ন ধরণের ভোগান্তিতে পড়ছে। সড়ক দখল করে রাখা হকার উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ও পৌর মেয়র।

ময়মনসিংহের সরু রাস্তাগুলো দিনরাত ভ্রাম্যমাণ হকাররা দখল করে রেখেছে। রাস্তার দুপাশে চেয়ার, টেবিল পেতে কিংবা ভ্যান গাড়ীতে করে বিভিন্ন পণ্য তারা বিক্রি করে। ফলে পথচারীদের ফুটপাতে হাঁটতে অনেক অসুবিধার হয়। আর সড়কেও সৃষ্টি হয়েছে যানজটের।

পথচারীরা জানান, সমস্ত ফলের দোকানসহ যত দোকান আছে তা সব ফুটপাতেই বসে থাকে। এর ফলে চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা বিষয়টি সমাধানে প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি।

হকাররা জানান, তাদের জন্য নির্দিষ্ট কোন স্থান বরাদ্দ না থাকায় পেটের দায়ে তারা রাস্তার উপর দোকান বসিয়েছেন।

এই সমস্যার সাথে একাত্মতা প্রকাশ করে হকারদের পুনর্বাসনের মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।

তিনি বলেন, তাদের জীবন চালানোর জন্য তাদের পুর্নবাসিত করে। তার পরে তাদেরকে উচ্ছেদ করতে হবে। নাহলে বারবার দেখা যাবে ফুটপাতের মধ্যে হকাররা আবার আসবে।

ময়মনসিংহ পৌরসভার মেয়র জানান, হকারদের উচ্ছেদ করে রাস্তাগুলো স্বাচ্ছন্দ্যে চলাচলের উপযোগী করে তোলা হবে।

ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বলেন, জেলা প্রশাসন আমরা সন্তুষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী যারা রয়েছেন তাদেরকেও আমাদের বিষয়টি অবহিত করেছি। স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য এটি দখলমুক্ত রাখতে হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক জানান, এ সমস্যা নিরসনের পৌরসভাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, মূলত এটি দেখভাল করার দায়িত্ব পৌরসভা মেয়রের। তারা আমাদের বিভিন্ন সময়ে সহযোগিতা চেয়েছে আমরা সহযোগিতাও দিয়েছি। পরিচ্ছন্ন ময়মনসিংহ গঠনের চেষ্টা করে যাচ্ছি।

ময়মনসিংহ শহরের চরপাড়া, স্টেশন রোড, গাঙ্গিনারপার ও দূর্গাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ হকারদের উৎপাত সবচেয়ে বেশি।

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়