শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় স্ত্রী নির্যাতনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রী নির্যাতনের অভিযোগে রেজাউল করিম রেজা (৩৫) নামে এক রুপালী ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে নীলফামারী জেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে ডিমলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রেজাউল করিম রেজা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবী গ্রামের ওসমান গনির পুত্র ও ডালিয়া রুপালী ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার বলে জানা গেছে।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ মে হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে শাহাবুল ইসলামের মেয়ে শাহিনা আক্তারের সাথে ওই ব্যাংক কর্মকর্তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন কারণে শাহিনা আক্তারকে নিযার্তন করে ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজা ও তার পরিবারের সদস্যরা। ওই ঘটনায় ২০১৭ সালে ৯ অক্টোবর গাজীপুর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আদালতে একটি মামলা করেন শাহিনা আক্তার। ওই ঘটনায় গাজীপুর আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুরুজ্জামান তদন্তে ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজীকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে গত ১৫ জানুয়ারী ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন।

হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়