শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয় মানুষের প্রভাব ছাড়া কেউ মাদক ব্যবসায় জড়িত হতে পারে না

আফসান চৌধুরী : শুধু বাংলাদেশ নয় কম আর বেশী সারা পৃথিবীতে মাদক ব্যবসা আছে। এই মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল পৃথিবীর অনেক বড় বড় লোক। এখানে লক্ষণীয় যে বিষয়টি সেটি হলো, দেশের আইন শৃংখলা বাহিনীর কেউ এর সাথে জড়িত কি-না? হ্যা, পৃথিবীর বিভিন্ন দেশের আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও আছে, যারা মাদকের সাথে জড়িত। যেমন: মেক্সিকো, নিউয়র্ক প্রভৃতি। আমাদের দেশের আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও জড়িত থাকতে পারে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

আমাদের দেশের ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো, যদি মাদক ব্যবসা ক্ষমতাবানদের কারো কাছে থেকে থাকে, তাহলে সে রাজনীতিবিদ হোক , আর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হোক তার কোন শাস্তি হয় না । আমাদের দেশে এমনিতেও এব্যাপারে শাস্তি গুলো কম হয়। আমাদের দেশে অহরহই এব্যাপারে রিপোর্ট হয় । সেগুলোতে প্রভাবশালীদের নাম থাকলে তারা আবার রিপোর্টারের উপর চটেও যান। কিন্তু এর কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না সরকারের পক্ষ থেকে।

যাই হোক, আমাদের মাদকের ব্যাপারে সংকটটি হলো ক্ষমতার অপব্যবহারের। এটি যতক্ষন পর্যন্ত না শুধরাবে ততক্ষন পর্যন্ত এটি এভাবেই থাকবে। আর মানুষের তো সবচেয়ে বড় দূর্বলতা হলো টাকা। এই টাকা উপার্জনের জন্য মানুষ যেকোন কিছু করতে রাজি হয়। আর মাদকের মাধ্যমে তো টাকা উপার্জন করা যায় খুব সহজে। তাই মাদকের ব্যাপারে কঠোর হতে হবে সবাইকে। এটা শুধু মাদকের ক্ষেত্রেই নয়, ব্যাংকের ঋণ, বাড়ি দখল, জমি দখল, অবৈধভাবে অর্থ গ্রহণ করার ক্ষেত্রেও। এসকল ব্যবসা থেকে কিন্তু খুব সহজেই মানুষ টাকা উপার্জন করতে পারে। তাই মানুষ খুব দ্রুত বিত্তশালী হওয়ার ক্ষেত্রে এগুলোকে বেছে নেয়।

শুধু মাদককে নয়।মাদক ব্যবসার ক্ষেত্রে আরেকটি অন্যতম বিষয় হলো এলাকায় স্থানীয় হওয়া। স্থানীয় মানুষের প্রভাব ছাড়া কেউ মাদক ব্যবসায় জড়িত হতেও পারে না। আর তাই স্থানীয় মানুষেরাই বেশীর ভাগ ক্ষেত্রে মাদকের সাথে জড়িত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই স্থানীয় ব্যক্তিরাই মাদক ব্যবসাকে আশ্রয় দেয় এবং লালন পালন করে।আমি এই বিষয়টি নিয়ে চিন্তা করছি যে, একটা তালিকা তৈরী করবো। যেখানে কোন পেশার কত শতাংশ লোক জড়িত তা উল্লেখ থাকবে।

যেমন ধরেন, এখানে কি রাজনীতিবিদ আছে? এখানে কি সরকারী পেশাজীবী আছে? এখানে কি ছাত্র আছে? এখানে কি যুবকরা আছে? এখানে কি গরিব আছে? সবই থাকবে সেখানে। আর আমাদের সমাজে মাদক সেবী এতবেশী পরিমাণে বেড়েছে যে তা কল্পনাতীত।

আমাদের সারাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে যারা মাদক ব্যবসায় জড়িত হচ্ছে তারা কিন্তু স্থানীয় লোকের সহযোগিতা ছাড়া এসকল ব্যবসায় জড়িত হতে পারবে না। তাই স্থানীয়দের সহযোগিতা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।

পরিচিতি : সিনিয়র সাংবাদিক
মতামত গ্রহণ : শাখাওয়াত উল্লাহ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়