শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যার যার অবস্থান থেকে আমাদের সকলকে দায়িত্ব পালন করা উচিত

লায়ন এম কে বাশার : প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব। এডএক্সএল-এর পরীক্ষা হয় এক সাথে ১৫০টি দেশে। সেখানে তো কোনো প্রশ্ন ফাঁস হয় না। ঐসব দেশগুলোতে যেভাবে সিকিউরিটি কোড মেন্টেইন করে, আমাদেরও তা করতে হবে। ঐসব পরীক্ষা নিয়ন্ত্রনে যারা জড়িত থাকেন, তারা যেভাবে সিকিউরিটি মেন্টেইন করেন এবং নিজেদের জবাবদিহিতাটি যেভাবে নিশ্চিত করেন, সেভাবে আমাদের দেশেও করতে হবে। নিজেদের নৈতিকতা থেকে তারা হয়তো কাজটি করেন, আমাদেরও তাই করতে হবে। না হলে প্রশ্ন ফাঁস রোধ করা কখনো সম্ভব হবে না।

যেহেতু আমাদের ছেলে-মেয়েদের লেখা-পড়া শেখানোর পর, তাদের কম্পিটিশন করতে হয় ওয়ার্ল্ড ওয়াইড, তাই এই মুহূর্তে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যে স্ট্যান্ডার্ডে লেখাপড়া শেখাচ্ছে, অবশ্যই পর্যায়ক্রমে আমাদের সে স্ট্যান্ডার্ডে পৌঁছতে হবে। আমরা যদি সেই স্ট্যান্ডার্ডে আসতে চাই, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দরকার হবে। যদিও এটি সময়ের দাবি, তবে একসময় সেটি জোরালো হয়ে আসবে। সরকার এখন চেষ্টা করছে শিক্ষার অগ্রগতি করার জন্য। দেশে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে। ছাত্র-ছাত্রী বেড়েছে। কিন্তু কোয়ালিটির কথা বললে, আমাদের সবাইকে একযুগে কাজ করতে হবে। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী যখন কোনো নির্দেশনা দিবেন, সেটি নিয়ে মন্ত্রণালয় কাজ করবেন।

কিন্তু তারাতো করবে আমাদের মাধ্যমে। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি, যারা ছাত্র-ছাত্রীদের পড়াই, আমরা যদি নিজেদের দায়িত্ব পালন না করি, তাহলে শুধু সরকার বললে হবে না। যে কারণে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করা উচিত। এটি হতে হবে সততা ও নিষ্ঠার সাথে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করা সম্ভব। পরীক্ষার আধা ঘন্টা আগে এখন প্রশ্ন ফাঁস হচ্ছে। এটি সরকারকে বিতর্কিত করার জন্যই করছে।

পরিচিতি : প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিএসবি শিক্ষা পরিবার
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়