শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:০২ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাদক সেবনের টাকা না পেয়ে নিজ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক সবজেল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানা উপ-পরিদর্শক সবজেল হোসেন জানান, প্রায় ৫ বছর আগে পূর্বগ্রাম এলাকরা মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমানের(২৪) সাথে পাশ্ববর্তী ডেমরা ষ্টাফ কোয়ার্টার এলাকার মজিবুর রহমানের মেয়ে মাধবী আক্তারের(২২) বিয়ে হয়।

বর্তমানে তাদের মালিহা আক্তার নামে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কয়েকমাস ধরে মিজানুর রহমান মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রী মাধবীর সাথে মিজানুর রহমানের ঝগড়া হতো। এনিয়ে এলাকায় কয়েকবার শালিসও বসে।

শনিবার দুপুরে মাদক সেবনের টাকার জন্য মাধবীর সাথে মিজানের ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন মিজানুর রহমানের নিজ ঘরের মেঝেতে মাধবীর লাশ পড়ে থাকতে ও ঘরের আড়ার সাথে মিজানুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত মাধবীর গলায় আঘাত চিহ্ন রয়েছে। স্ত্রী মাধবীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাস দিয়ে মিজানুর রহমান আত্মাহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি শোনার সাথে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাধবী আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী মিজানুর রহমান গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তবে লাশের ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়