শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে নলকূপের পাইপ দিয়ে উঠছে গ্যাস

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের এক নলকূপের গোড়া দিয়ে পাঁচ দিন ধরে গ্যাস বের হচ্ছে। নলকূপের পাশে একটি পাইপ বসানো হয়েছে। সেই পাইপের মাথায় আগুন দেওয়া হলে তা জ্বলছে।

চূড়ামনকাঠি ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের সোহেল রানার বাড়িতে এই গ্যাস পাওয়া গেছে। এটা দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করছে।

গতকাল শনিবার ওই গ্রামে গিয়ে দেখা গেছে, নতুন বসানো একটি নলকূপের গোড়ায় দুই থেকে তিন ফুটের মতো পাইপ বসানো হয়েছে। সেই পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে।

সোহেল রানা বলেন, ৬ ফেব্রুয়ারি ১৬০ ফুট গভীরতায় বাড়িতে নতুন নলকূপ বসানো হয়েছে। নলকূপ বসানোর পর গোড়ায় কাদাপানির মধ্যে বুঁদ বুঁদ দেখা যায়। গ্যাস মনে করে তখন সেখানে দেশলাইয়ের আগুন দিলে জ্বলতে থাকে। এরপর সেখানে আলাদা একটা পাইপ বসানো হয়েছে। এ গ্যাস পাইপ দিয়ে নিয়ে গিয়ে রান্নার কাজও করা হচ্ছে।

এটা দেখার জন্য প্রতিদিন কয়েক শ মানুষ বাড়িতে আসছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ অঞ্চলে খনিজ গ্যাস পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তা ছাড়া বাংলাদেশে যত গ্যাসের খনি আবিষ্কৃত হয়েছে, প্রায় সব জায়গাতেই গ্যাস পাওয়া গেছে মাটির নয় হাজার ফুট গভীরে। সেখানে ওই গ্রামের মাত্র ১৬০ ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে।

ময়লা-আবর্জনা থেকে যে গ্যাসের সৃষ্টি হয়, সে ধরনের কোনো গ্যাস হতে পারে। তারপরও বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়