শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার কাছে আফগান সীমান্তের বেড়া নির্মাণের খরচ চাইলো পাকিস্তান

সাইদুর রহমান : পাক-আফগান সীমান্তে দ্রুত বেড়া নির্মাণের কাজ শেষ করতে আমেরিকার কাছে নির্মাণ খরচ চেয়েছে পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানে ২,৩৪৩ কি.মি. দীর্ঘ সীমান্ত রয়েছে। এর বেশিরভাগ পার্বত্য এলাকা। আর্থিক সমস্যার কারণে পাকিস্তান এই সীমান্তের ১০ শতাংশ অংশের  বেড়া নির্মাণের কাজ এখনো  শেষ করতে পারে নি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ২০১৯ সালের মধ্যে বেড়া নির্মাণের কাজ শেষ করা হবে।

ইসলামাবাদে এক সাক্ষাতকারে আসিফ বলেন, ‘এই বেড়া নির্মাণের খরচ বেশি নয়। কিন্তু, তাদের(যুক্তরাষ্ট্রের) জন্য এই যুদ্ধের খরচ অনেক বেশি।’

আসিফ আরও বলেন, এই সীমান্ত বেড়া দুই দেশের মধ্যে সন্ত্রাসীদের চলাচল নিয়ন্ত্রণ করবে। তাছাড়া পাকিস্তান প্রায় ২০ লাখ আফগান উস্তাস্তুকে ফেরত পাঠাতে চায় কারণ এটা শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি সীমান্ত বেড়া নির্মাণ ও আফগান উদ্বাস্তুদের ফেরত পাঠাতে সতায়তা প্রদানের আহ্বান জানান। প্রতিদিন ৭০,০০০ মানুষ সীমান্তের এপার-ওপার যাচ্ছে উল্লেখ করে আসিফ বলেন এটা সবার জন্যই খোলা। ‘এটা সন্ত্রাসবাদের জন্য সহায়ক হচ্ছে।’

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২৩৫টি ক্রসিং পয়েন্ট রয়েছে। এর অনেকগুলো দিয়েই সন্ত্রাসী ও মাদক পাচারকারীরা অবাধে ব্যবহার করে। এসব ক্রসিংয়ের ১৮টি দিয়ে যানবাহন চলাচল করতে পারে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়