শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে কাজ করছে ব্রিটিশ সরকার

কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন। এ ছাড়া রোহিঙ্গারা যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারেন সে লক্ষ্যে ব্রিটিশ সরকার কাজ করছে বলে জানান তিনি।

শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ব্রিটিশ এই মন্ত্রী।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে উখিয়ার কুতুপালংয়ে ইউএনএইচসিআরের ট্রানজিট সেন্টারে পৌঁছেন ব্রিটিশ মন্ত্রী। সেখানে গত কয়েকদিনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর বালুখালী ক্যাম্পে যান বরিস জনসন। সেখানে এইএনএফপিএ পরিচালিত শিশু বান্ধব কেন্দ্রে শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি।

এসব ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বরিস জনসন বলেন, বাংলাদেশ সরকার রীতিমতো অবিশ্বাস্য কাজ করেছে। পালিয়ে আসা লাখো রোহিঙ্গা শরণার্থীকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশকে ৫৯ থেকে ৬০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে। সেইসঙ্গে রোহিঙ্গা নাগরিকরা যেন আত্মসম্মানের সঙ্গে নিরাপদে নিজের দেশে ফিরে যেতে পারে সে দিকেও লক্ষ রাখা হবে।

ব্রিটিশ এই মন্ত্রীর সঙ্গে কক্সবাজারে সফরে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। আজই বাংলাদেশ থেকে বরিস জনসনের মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়