শিরোনাম

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৭ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: সিরিয়ায় ইসরায়েলে একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়। ইরানে আক্রমণাত্মক হামলার পরপরই এমন একটি ঘটনা ঘটল বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে ইসরায়েলের হামলাটিকে তাদের আগ্রাসী মনোভাবের প্রতিফলন বলেই ভাবছে সিরিয়ার গণমাধ্যমগুলো। একে ‘ইসরায়েলের নতুন ধরনের আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে তারা। এ হামলার সময় একাধিক যুদ্ধবিমান ছিল বলেও ধারণা করছে তারা।

এ প্রসঙ্গে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এফ-১৬ নামক যুদ্ধবিমানটি ইসরায়েলের ভূখন্ডে পড়েছিল। দেশটির নিকটাবর্তী দুই দেশ জর্ডান ও সিরিয়ায় সীমান্তবর্তী অঞ্চলেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

উল্লেখ্য, শনিবার এ হামলায় দুই পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও বিবিসির এক সাংবাদিক বিষয়টি ইসরায়েলের ক্ষেত্রে ‘অস্বাভাবিক’ নয় বলে মনে করছেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়