শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন কে উত্তর কোরিয়া সফরে আমন্ত্রণ জানালেন কিম জং

 

 

 

 

 

 

 

 

 

সজিব সরকার: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন কে উত্তর কোরিয়া সফরে আমন্ত্রণ জানালেন উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন। প্রেসিডেন্ট উন এর পক্ষ থেকে মুন কে আমন্ত্রণ জানান উন এর বোন কিম ইয়ো জং। শনিবার কিম ইয়ো দক্ষিণ কোরিয়ার ‘ব্লু হাউজ’এ একটি বৈঠকে মুন এর সাথে বৈঠকে মিলিত হলে এ আমন্ত্রণ জানান।

‘ব্লু হাউজে বৈঠকের সময় ইয়ো জং দক্ষিণের প্রেসিডেন্ট মুনকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্ট উন দক্ষিণ কোরিয়ার প্রধান নেতার সাথে দেখা করতে চান,’ ব্লু হাউজের এক মুখপাত্র বলেন। এ বিষয়ে মুন এর মুখপাত্র কিম ইয়ো কিয়োম জানান, ‘কিম ইয়ো জং একটি ব্যক্তিগত চিঠি প্রেসিডেন্ট মুনকে দেন, যা তার ভাই এর পক্ষ থেকে দেয়া হয়েছে বলে ইয়ো জং জানান।’ দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এ আবেদন বলেও জানানো হয়।

তিনি আরও বলেন, মুনের উত্তর কোরিয়া সফরের জন্য এটিই উপযুক্ত সময় বলে মনে করেন কিম ইয়ো। এসময় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী ও অন্যান্য বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করলেও মুন উত্তর কোরিয়া সফরের বিষয়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত জানাননি। তবে, মুন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনার গুরুত্বের ব্যপারে আলোকপাত করেন। চ্যানেল নিউজ এশিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়