শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসিম আকরামকে টপকে গেলেন হেরাথ

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে পাকিস্তানের তারকা পেসার ওয়াসিম আকরামের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ভেঙ্গেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। আজ ঢাকা টেস্টে দানুসকা গুনাথিলাকা তাইজুলের ক্যাচ নিলে চূড়ায় উঠে যান হেরাথ।

ঢাকা টেস্টে হেরাথের সর্বোচ্চ ৪১৫তম শিকার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে ওয়াসিম আকরামের উইকেট সংখ্যা ৪১৪টি। বাঁহাতি বোলারদের মধ্যে চারশর ক্লাবে রয়েছেন শুধুমাত্র এই দুজনই।

ওয়াসিম আকরামের থেকে ৩ উইকেট পেছনে থেকে ঢাকা টেস্টে মাঠে নেমেছিলেন হেরাথ। প্রথম ইনিংসে বাঁহাতি স্পিনার পাননি কোনো উইকেট। দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসের উইকেট নিয়ে খাতা খোলেন হেরাথ। পরে মুমিনুলকে উইকেটের পেছনে ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান।

নিজের দশম ওভারে হেরাথ পকেটে তোলেন মুশফিকের উইকেট। এগিয়ে এসে খেলতে গিয়ে বল মিস করেন মুশফিক। বল লুফে নিয়ে স্টাম্প ভাঙতে সময় নেননি ডিকভেলা। মুশফিকের উইকেট দিয়ে ওয়াসিমকে স্পর্শ করেন হেরাথ। পরবর্তীতে তাইজুলের উইকেট নিয়ে ছাড়িয়ে যান ওয়াসিমকে।

ওয়াসিম আকরাম ১০৪ টেস্টে পেয়েছেন ৪১৪ উইকেট। কিংবদন্তি এ পেসারকে ছাড়িয়ে যেতে হেরাথের লাগল মাত্র ৮৯ টেস্ট।

এ ছাড়া টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় হেরাথ ছাড়িয়ে গেছেন গ্লেন ম্যাকগ্রাকে (১০৩)। ছুঁয়েছেন স্বদেশী মুত্তিয়া মুরালিধরনকে। চতুর্থ ইনিংসে দুজনের উইকেট ১০৬টি। ওপরে আছেন শুধু শেন ওয়ার্ন (১৩৮ উইকেট)।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলারদের তালিকায় সাকিবের অবস্থান ১১ নম্বরে। ৫১ টেস্টে সাকিব পেয়েছেন ১১৮ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়