শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০১ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ১১ লাখ টাকার ভায়াগ্রা ও সিগারেট জব্দ

নুরুল আমিন হাসান : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ লাখ টাকার ভায়াগ্রা স্প্রে ভিগা ও আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত ভায়াগ্রা স্প্রে ৭৫ প্যাকে ও ২৮ হাজার শলাকায় সিগারেটগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

বিমানবন্দরের ৪ নং ব্যাগেজ বেল্ট থেকে শুক্রবার গভীর রাতে এসব ভায়াগ্রা স্প্রে ও সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, শাহজালালে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা ও ২৮ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সিগারেটগুলো ১৪০ কার্টনে পাওয়া যায়।

তিনি আরো জানান, কুয়েত থেকে কেডব্লিউ ২৮৩ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত ১টা ১৫ মিনিটে এসব আমদানি নিষিদ্ধ পণ্য ঢাকায় আসেন। পরবর্তীতে ৪ নং বেল্ট থেকে ২টি লাগেজ পরিতক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটগুলো ৩০৩ ও বেনসন ব্রান্ডের।

জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও ডিজি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়