শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামী বিদেশি হলেও সৌদি নাগরিকত্ব পাচ্ছে সন্তানরা

ওমর শাহ: একসময় বিদেশি নাগরিকদের বিয়ে করা বৈধ ছিল না সৌদি নারীদের জন্য। এ আইনের সংস্কার তো হয়েছে। তবে তাদের সন্তানরা সৌদি নাগরিকত্ব পাবে কীনা তা নিয়ে বিতর্ক চলে আসছে অনেক বছর যাবত। তবে সম্প্রতি সৌদির শূরা কাউন্সিলে সৌদি নারীর বিদেশী স্বামীর সন্তানদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে নতুন উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনায় স্বাক্ষর করেছে শূরা কাউন্সিল। শূরা কাউন্সিলের ৬৩ জন সদস্য এ প্রস্তাবনার পক্ষে ভোট দেন। প্রস্তাবনাটি নিরাপত্তা কমিটিকে প্রেরণ করা হলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে সৌদি নাগরিকত্ব আইনে বড় ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে।

শূরা কাউন্সিলের প্রবীণ আইনজীবী ফয়সাল আল ফাযেল বলেন, নাগরিকত্ব একটি মৌলিক মানবাধিকার। ধর্মও সকল মানুষকে তাদের মৌলিক অধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এ প্রস্তাবনার বিরোধিতা করেছে আইনজীবী মুহাম্মদ আল আলী। তিনি বলেন, যদি সৌদি নারীদের বিদেশী স্বামীর সন্তানকে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ে যাবে। অপর একজন আইনজীবী এ প্রস্তাবনার পক্ষে বলেন, বিশ্বের অন্যান্য দেশেও এ আইন চালু রয়েছে। কোনো নারী যদি এ দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তার সন্তানরাও এ দেশের নাগরিক হবেন। কোনো সন্তানকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক আচরণ। সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়