শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোন বিচারক ন্যায় বিচার করার ঝুঁকি নিবেন?’

গাজী খায়রুল আলম : বেগম জিয়ার রায় নিয়ে তার আইনজীবীরা বলেছেন, আদালত বলেছেন, মামলার সাথে বেগম জিয়ার সরাসরি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, সরাসরি সংশ্লিষ্টতা না থাকলে কারাদ- হবে কেন? খালেদা জিয়ার আইনজীবীরাও একই প্রশ্ন তুলেছেন। আমার প্রশ্ন হলো, কোন বিচারক ন্যায় বিচার করার ঝুঁকি নিবেন? বেগম জিয়ার রায় নিয়ে আলাপকালে বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ড. রেজোয়ান সিদ্দিকী আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, তারা অনেকে বলেছেন, প্রতিহিংসা পরায়ণ রায়, অনেকে বলেছেন এটি রাজনৈতিক রায় হয়েছে। এমন মনে করার কারণ হচ্ছে, সরকার আগে থেকে জানতো রায় কি হবে? তা না হলে সরকার দেশের ভেতর যে পরিস্থিতি তৈরি করেছে, এটি একটি যুদ্ধ পরিস্থিতি ছিল। পুলিশ, র‌্যাব, এটি-সেটি মিলিয়ে অনেককে মাঠে নামিয়েছিল।

অর্থাৎ সরকার আগে থেকে জানতো রায় কি হবে? এর আগের একটি উদাহরণ টেলিভশন টকশোতে দেখলাম। একজন জেলা জজ তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিল। তখন সেখানে প্রশ্ন্ করা হলো যে, তাহলে কি জজ দুর্নীতি করে খালাস দিয়েছেন, নাকি ন্যায় বিচারের মাধ্যমে খালাস দিয়েছেন? কেউ বলেছিল, তিনি ন্যায় বিচার করেছেন। ফলে কি হলো? বিচারক সরকারের নির্যাতনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, এজন্যই আমাদের দেশে কোন বিচারক ন্যায় বিচারের ঝুঁকি নেয় না, নিবেনও বা কীভাবে? সরকারের মতের বাইরে রায় দিবে এমন বিচারক কে হতে পারেন? এই দিকে আবার অ্যাটর্নি জেনারেল সকল বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ উত্থাপন করলেন। প্রধান বিচারপতিকে বললেন, আপনি এগুলোর তদন্ত করুন।

বিচার বিভাগ যে সরকারের অধীনে, তা সত্য। এটির বিরুদ্ধে আন্দোলন করতে করতে এস কে সিনহাকেও দেশত্যাগ করতে হলো। সকল বিচারকের বিরুদ্ধে যদি দুর্নীতি তদন্ত শুরু হয়, তাহলে তো আর বিচার বিভাগ থাকে না। বিচারক যদি দুর্নীতিবাজ হয় সেটির তদন্তের কার্যক্রম করবে দুদক। কেন প্রধান বিচারপতি তদন্ত করবেন? সব কিছু মিলিয়ে দেশের মানুষের ভরসা তছনছ হয়ে যাচ্ছে। সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়