শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৭ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ষড়যন্ত্র করে বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না’

খন্দকার আলমগীর হোসাইন : ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বিএনপি নেত্রীকে দূরে রাখা যাবে না। রাজনৈতিক প্রতিহিংসা কারণেই গতকাল রায়টা দেয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে বিএনপির উপর যে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে, তাতে বেগম জিয়া কখনো মাথা নত করবেন না। তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।
হাইকোর্টে আপিল করে আদালতের মাধ্যমেই তাকে আবারও ফিরিয়ে আনা হবে। উচ্চ আদালতে আপিল করলে এই রায় টিকবে না। আমরা মনে করি, খুব অল্প দিনের মধ্যেই বেগম জিয়া জামিনে মুক্ত হবেন। জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বেগম জিয়ার রায় নিয়ে আলাপকালে বিশিষ্ট রাজনৈতিক ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো সংলাপ চায়নি। আমরা আগেও বলেছি আর এখনো বলছি, সমাধান করতে হলে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্যভাবে আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। তা না হলে বর্তমানে যেরকম রাজনৈতিক অবস্থা চলছে তা যদি স্থিতিশীল না হয়, পুলিশকে দিয়ে সবকিছু পরিচালনা বন্ধ না করা হয়, তাহলে তা কারো জন্যই সুখবর বয়ে আনবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়