শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় ধর্মীয় বইয়ের জাগরণ!

ওমর শাহ: চলছে একুশে বইমেলা। বাংলাভাষীদের ঐতিহ্য ও প্রাণের মেলা। বইমেলা লাখো বইপ্রেমী ও হাজারো লেখকদের মিলন মেলা। তাই মেলা নিয়ে উচ্ছ্বাস সর্বশ্রেণির পাঠকদের। মেলায় গল্প উপন্যাসের পাশাপাশি ধর্মীয় বইয়ের চাহিদারও কমতি নেই। তাইতো কলমের ভাষায় ধর্মকে নতুন আঙ্গিকে তুলে ধরছেন দেশের আলেম লেখকরা। প্রকাশকরাও গুরুত্ব দিচ্ছেন ধর্মীয় বইয়ের। পাঠকের এ চাহিদা পূরণে এবারের মেলায় প্রকাশ হয়েছে অর্ধশতেরও বেশি ধর্মীয় বই। এসব বইয়ে শুধু ধর্মীয় বয়ান নয়, ধর্মকে রূপ দেওয়া হচ্ছে সাহিত্য মানের। গল্প উপন্যাস ও ছড়া কবিতায় উঠে এসেছে ধর্মের নানা কথা। মেলায় প্রকাশিত আলেম লেখকদের উল্লেখযোগ্য কিছু ধর্মীয় বই নিয়ে ইসলামি চিন্তার এবারের আয়োজন ‘বইমেলায় ধর্মীয় বইয়ের বিপ্লব!’।

মাহফুয আহমদের ‘প্রেরণার ঐতিহ্য’ এবং ‘দুর্লভ তথ্য’

বইমেলায় দৈনিক আমাদের অর্থনীতির ইসলামি চিন্তার পাতা ও বিভিন্ন জাতীয় দৈনিকের নিয়মিত লেখক, লন্ডনের ইকরা টিভির আলোচক মাহফুয আহমদের দুটি বই প্রকাশিত হয়েছে। পায়রা প্রকাশ থেকে প্রকাশিত বই দুটি হচ্ছে ‘প্রেরণার ঐতিহ্য’ এবং ‘দুর্লভ তথ্য’।
ভিন্ন ভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে লিখিত এটি মূলত একটি প্রবন্ধ সংকলন। ৩০টি নিবন্ধ এতে স্থান পেয়েছে। প্রতিটি নিবন্ধ গুরুত্বপূর্ণ, বিশ্লেষণধর্মী ও সময়োপযোগী। লেখক সীরাত থেকে নিয়ে কুরআন, পরিবার, সমাজ, সংষ্কৃতি, রাষ্ট্র, ইতিহাস, সভ্যতা, ফিকহ, পরিবেশ বৈচিত্র্য, নারী স্বাধীনতা, জুমা, হজ বিষয়গুলো তুলে ধরেছেন। ‘দুর্লভ তথ্য’ বইট মূলত বিবিধ প্রসঙ্গে বিচিত্র কতগুলো তথ্য দিয়ে সাজানো হয়েছে। চমৎকার ওইসব তথ্য লেখক পূর্বসূরি মনীষীদের বিভিন্ন মৌলিক গ্রন্থ থেকে চয়ন ও সংকলন করেছেন। একুশে বইমেলায় ‘পায়রা’ প্রকাশের স্টলে বই দুটো মেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে।

সাব্বির জাদিদের ‘পাপ’
সাব্বির জাদিদের উপন্যাসগ্রন্থ ‘পাপ’। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষনবোধ, ক্ষুধা, বেঁচে থাকার লড়াই, অপরাধ করার প্রবণতা এবং শেষে ধর্মযুদ্ধ বইটির মূল ভাষ্য। পাঠককে ঘটনাস্থলে পৌঁছে দেবার মতো প্রচ- ক্ষমতা রাখেন এই লেখক।
পাপ হচ্ছে আপেক্ষিক বিষয়। সময় ও পরিস্থিতি বলে দেয় কোনটা পাপ আর কোনটা পূন্য। মনের ভেতর পাপ দানা বাঁধলে তার প্রায়শ্চিত্তও করতে হয়৷ পাপ আছে আর প্রায়শ্চিত্ত নেই, এটা হতেই পারে না। মানুষের পূন্য থাকবে, পাপ থাকবে সাথে প্রায়শ্চিত্ত থাকবে তবেই তারা মানুষ। আর যাদের পাপ থাকে না তারা ফেরেশতা। আপনি এই পাপ কুড়িয়ে পাপীর খাতায় নাম লিখতে পারেন। পারেন ফেরেশতাতুল্য জীবন গড়তেও। বইটি পাবেন একুশে বইমেলার ঐতিহ্য প্রকাশনীর ১৬ নং প্যাভিলিয়নে।

 

আমিন ইকবালের ‘সভ্যতার ভাঙা মুখ’

এবারের মেলায় তরুণ আলেম লেখক আমিন ইকবাল নিয়ে এসেছেন প্রবন্ধমূলক বই ‘সভ্যতার ভাঙা মুখ’। ‘সভ্যতার ভাঙা মুখ’ সমাজচিত্রধর্মী গ্রন্থ। এতে সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে; যা অসঙ্গত। অতি-আধুনিকতার নামে আমাদের যুবসমাজ কোন পথে হাঁটছে, তারুণ্য কিভাবে পথভ্রষ্ট হচ্ছে, ধর্মপালনের নামে কি ধরনের ভ-ামি চলছেÑসেসব বর্ণনা রয়েছে পাতায় পাতায়। আছে নৈতিকভাবে দেওলিয়া হয়ে পড়া একশ্রেণির বুদ্ধিজীবীর মায়াকান্না এবং মুসলিম সমাজব্যবস্থা ভেঙে দিতে তাদের দূরভিসন্ধির কথা। গ্রন্থটি ক্ষাণিকটা হলেও আমাদের নিদ্রা ভাঙবে ইনশাআল্লাহ। কাজী যুবাইর মাহমুদের প্রচ্ছদে বইটি পরিবেশনা করছে দাঁড়িকমা প্রকাশনী।

 

 

শাকীর এহসানুল্লাহ’র ‘টাওয়েলের কিনারে কাজল’

চিত্রশিল্পী শাকীর এহসানুল্লাহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘টাওয়েলের কিনারে কাজল’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘ফেস্টুন’ প্রকাশ করেছে বইটি। বইমেলার লিটলম্যাগ চত্বরে ফেস্টুনের স্টলে পাওয়া যাবে বইটি, দাম রাখা হয়েছে ২০০ টাকা মাত্র। প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। লেখক বইটি উৎসর্গ করেছেন শ্রদ্ধেয় বড় ভাই প্রয়াত শরীফ আবদুল্লাহ’কে।
শাকীর এহসানুল্লাহ মূলত চিত্রশিল্পী। কর্মরত আছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর সহ-সম্পাদক হিসেবে। সাংবাদিকতার আড়ালেও তিনি একজন আলেম। তবে তরুণ এই চিত্রশিল্পী ছবি আঁকা ও সাংবাদিকতার পাশাপাশি কবিতাও লিখে আসছেন নিয়মিত। কবিতার বই প্রসঙ্গে জানতে চাইলে শাকীরের কণ্ঠে বিনয়ী সুর, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নিজের মতো করে একত্র করা কিছু শব্দ। দেখতে বা পড়তে কোনোটা কিঞ্চিত কবিতার মতো, কোনোটা বা ছড়ার মতো, আবার কোনোটা কিছুর মতোই হয়নি। এমন ব্যাকরণহীন অজ্ঞতা ভরা আমার বেশ কিছু লেখাকে এক মলাটে নিয়ে এসেছে প্রকাশনা প্রতিষ্ঠান ফেস্টুন। সেই মলাটবন্দিটার নামই ‘টাওয়েলের কিনারে কাজল’।’

হাসান আল মাহমুদের ‘এই ছেলেটি সেই ছেলেটি’

হাসান আল মাহমুদ তরুণ লিখিয়েদের মধ্যে পরিচিত এক নাম। ছড়া-কবিতা দিয়ে লেখালেখির যাত্রা শুরু করলেও লিখে যাচ্ছেন সাহিত্যের নানান শাখায়। করছেন শিক্ষকতা। করছেন সাংবাদিকতাও। সম্পাদনা করছেন সাহিত্য, সংস্কৃতি ও প্রগতির লিটলম্যাগ প্রয়াস এবং ছড়াকাগজ পেরেক। লেখকের ছড়াগ্রন্থ ‘এই ছেলেটি সেই ছেলেটি’। শিশু-কিশোর ভাবনায় রচিত কিশোর কবিতার এ বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি আয়োজিত বইমেলার ৬৬৬ নং স্টলের দাঁড়িকমা প্রকাশনিতে।

দীর্ঘ দশ বছর ধরে হাসান আল মাহমুদ সাহিত্যের নানা শাখায় লিখে আসলেও এবারই প্রথম তার একক গ্রন্থ বের হচ্ছে। প্রথম গ্রন্থ প্রকাশের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'আসলে জীবনের সব প্রথম কিছুতে অন্যরকম আনন্দ রয়েছে। নিজের রচিত প্রথম বই বের করার মধ্যে যে আনন্দ বিরাজ করে, সে আনন্দটাকে অনেকে প্রথম সন্তানের জনক হওয়ার আনন্দের সাথে তুলনা করে। আমার সন্তান হয় নি। কিন্তু একটি বই হয়েছে। আমি অনুভব করিনি প্রথম সন্তান জন্ম গ্রহণের আনন্দ। তার আগেই প্রথম বই প্রকাশ হয়েছে। এ আনন্দ অনেক। আমি মনে করি এ আনন্দ নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ারও সিঁড়ি।’

আমিনুল ইসলাম হুসাইনী’র ছড়াগ্রন্থ ‘চাঁদ উঠেছে মরুর বুকে’

আমিনুল ইসলাম হুসাইনী’র ছড়াগ্রন্থ ‘চাঁদ উঠেছে মরুর বুকে’। বইটি হাতে নিলেই বুঝা যায়, ছড়াকার শিশুদের কতোটা কাছ থেকে দেখেন আর কতোটা ভলোবাসেন। সেই ভালোবাসারই রুপায়ণ যেন ‘চাঁদ উঠেছে মরুর বুকে’ ছড়া গ্রন্থটি। গ্রন্থটিতে নন্দিত এই ছড়াকার ছড়ায় ছড়ায় এমন কতোগুলো বিষয়ের উপস্থাপন করেছেন, যেগুলো একজন মুসলিম শিশুর মননে বেজে ওঠে মহা সত্যের সুর হয়ে। ‘চাঁদ উঠেছে মরুর বুকে’ বইটির নাম করণ করা হয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. এর আগমনী সময়কে কেন্দ্র করে। এ বইটি প্রকাশ করেছে দেশের অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘দাঁড়িকমা প্রকাশনী’

 

 

 

আবদুল্লাহ আশরাফের গল্পগ্রন্থ ‘আগুন দরিয়া’
একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ছড়াশিল্পী ও গল্পকার আবদুল্লাহ আশরাফের গল্পগ্রন্থ ‘আগুন দরিয়া’। পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছে জলরঙ। আটটি গল্প নিয়ে এই বইটিতে আছে রোহিঙ্গাদের জীবনকথা। জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া দুঃখ-কষ্ট আর নির্যাতনের ভয়াবহতা। লেখক জীবন্ত গল্পগুলো স্পষ্ট ও সরল ভাষায় তুলে ধরেছেন পাঠকের সামনে। শিরহরণজাগা সে গল্পগুলো পাঠককে ভাবিয়ে তুলবে। স্বাধীনতার স্পৃহা আর উদ্দীপনায় নতুন কিছু আবিস্কারের সুযোগ করে দেবে। আবদুল্লাহ আশরাফ বলেন, জাতিগত ও ধর্মীয় নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবর্ণনীয় দুঃখ-কষ্ট জানা যাবে এই বইটি পড়ে। জানা যাবে, আঁধারের নিচে ঢাকা পড়া রক্তের ছোপ ছোপ গল্প।

 

 

কাউসার মাহমুদের ‘একফোঁটা রোদ একফোঁটা জল’
কবি হিসেবে কাওসার মাহমুদ কত বড়, তার চেয়ে গুরুত্বপূর্ণ সে তার বিশিষ্টতায় সমুজ্জ্বল। সমসাময়িক কবিদের সঙ্গে তাঁর তুলনা করা ঠিক হবে না, কারণ অন্যেরা যেখানে শুধুই কবি, সে সেখানে তার ¯্রষ্টার চোখেও মহত্তর এক ব্যক্তি। সে একজন আলেম। তার কবিতা আপনার নিভৃত ব্যক্তিসত্তাকেও নিবিড়ভাবে স্পর্শ করবে, আপনাকে ভাবাবে ও দোলাবে। তার দারিদ্র্য, প্রেম ও প্রকৃতি ভাবনার কবিতাগুলো সূক্ষ্ম নিবিড়তায় ছুঁয়ে যাবে আপনার ব্যক্তিমন ও মনন।
কাওসার একজন সৃজনশীল কবি। নতুন পথের সন্ধানদাতা, নতুন স্বাদ ও রুচির ¯্রষ্টা। শুধু গণ-আবেগ আর গণমুক্তির কবি সে নয়। প্রেম-ভালোবাসা ও প্রকৃতির পাশাপাশি তার কবিতায় সমাজের নিচুতলায় খেটে-খাওয়ার মানুষের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতির ছবি ফুটে উঠবে। অমর একুশে গ্রন্থমেলায় কবির প্রথম কাব্যগ্রন্থ “একফোঁটা রোদ একফোঁটা জল”। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়