শিরোনাম

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে কয়েদি পোশাক পড়েছেন খালেদা জিয়া

ইসমাঈল হুসাইন ইমু ও সুজন কৈরী : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েদি পোশাক (সাদা শাড়ী) পড়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় তাকে কয়েদি পোশাক সরবরাহ করা হয়। এখনো তাকে ডিভিশন সুবিধা দেয়া হয়নি। তবে খালেদা জিয়ার পক্ষে ডিভিশন ও ব্যক্তিগত চিকিৎসক চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

পুরান ঢাকার কারাগারের প্রশাসনিক ভবনটিকে সাবজেল ঘোষণা করা হয়েছে এবং খালেদা জিয়ার চিকিৎসা সেবার জন্য মেহেরুননেসা নামে একজন ফার্মাসিস্ট নিয়োগ দিয়েছে কারা কর্তৃপক্ষ।

পাশাপাশি কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কারা সূত্র জানায়, খালেদা জিয়ার সহকারি হিসেবে তার গৃহকর্মী ফাতেমাকে তার সঙ্গে রাখার আবেদন করা হলেও কারা কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। খালেদা জিয়া রয়েছেন নাজিমউদ্দিন রোডের পুরনো সেই কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে। একজন নারী ডেপুটি জেলারের নেতৃত্বে ৬ নারী কারারক্ষী পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেখানে। সম্পাদনা:হুমায়ুন কবির খোকন

  • সর্বশেষ
  • জনপ্রিয়