শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকজমকপূর্ণ উদ্ভোধনের মাধ্যেদিয়ে শুরু হলো শীতকালীন অলিম্পিক

সজিব সরকার: দক্ষিণ কোরিয়ার ‘পিয়ংচ্যাং অলিম্পিক স্টেডিয়াম’এ জাকজমকপূর্ণ উদ্ভোধনের মাধ্যমে শুরু হল ২৩ তম শীতকালীন অলিম্পিক। এসময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও উত্তর কোরিয়ার কিম ইয়ো জং উপস্থিত ছিলেন। এবারের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় ৩০হাজার দর্শক। এসময় স্টেডিয়ামে তাপমাত্রা ছিল ‘-২’ ডিগ্রী সেলসিয়াস।

এবারের উদ্ভোধনী অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘দ্য ল্যান্ড অফ পিচ’। অনুষ্ঠানের শুরুতে একটি সাদা বাঘ স্টেজ এর মাঝখানে এসে দাঁড়ায় এবং তার পিছন পিছন ৫টি শিশু আসে, যারা ‘শান্তি’র খোঁজ করছিল। তারা একসময় তুষারপাতে ঢাকা একটি প্রাচীন জায়গায় পৌছায়, সেখানে স্বর্গ, পৃথিবী এবং প্রকৃতি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করছে। আকাশ ও পৃথিবীকে সংযুক্ত করার জন্য স্বর্গীয় বেদি শান্তির দেশে আবির্ভুত হয় এবং শান্তির আশায় সবাই নাচতে শুরু করে। এরপর পুতুল ও নৃত্য শিল্পীরা পুরো স্টেজজুড়ে নাচতে শুরু করে।

এরপর ৯২টি দেশের ক্রীড়াবিদরা একে একে মাঠে প্রবেশ করতে থাকে। ঘানা, ইরিত্রিয়া এবং নাইজেরিয়ার প্রতিনিধিদের সর্বপ্রথম মাঠে আসতে দেখা যায়। এর মধ্যে উত্তর-দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের একসাথে মাঠে প্রবেশ করার বিষয়টি ছিল সবচেয়ে আকর্ষণীয়।

এরপর ‘ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)’ প্রেসিডেন্ট উদ্ভোধনী বক্তৃতা দেন। তিনি বলেন, ‘হ্যালো পিয়ংচ্যাং। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা অলিম্পিক প্রিয় দর্শকরা যে মুহুর্তটির জন্য অপেক্ষা করছিল তা চলে এসেছে। এরপর পিয়ংচ্যাং প্রেসিডেন্ট লি হি বিহওম বকৃতা দেন।

এবারের অলিম্পিকে মোট ৯২টি দেশের প্রায় ৩হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। প্রথমবারের মত অংশ নেয়ার সুযোগ পেয়েছে ইকুয়েডর, ইরিত্রিয়া কসোভো, মালয়েশিয়া, নাইজেরিয়া ও সিঙ্গাপুর। তবে, ডোপিং কেলেঙ্কারীর অবিযোগে রাশিয়ার পতাকা বহন করে মাঠে নামতে পারবেন না রাশিয়ান ক্রীড়াবিদরা। এছাড়া, নিয়মিত ইভেন্টগুলোর সাথে যোগ হয়েছে নতুন ৪টি ইভেন্ট। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়