শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ড থেকে বিতাড়িত থাকসিন মিত্রদের ক্ষমতায় আসার সম্ভাবনা

সজিব সরকার : সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাসকিন সিনাওয়াত্রার মিত্র ‘ফিউ থাই পার্টি’ ও অন্যান্য মিত্রদের আবার ক্ষমতায় আসার পূর্ণ সম্ভাবনা আছে বলে দাবি করছে সাবেক উপ-প্রধানমন্ত্রী ফোনথেপ থেপকানজানা।
তিনি বলেন, থাকসিনের মিত্রদের ক্ষমতায় আসার খুব ভাল সম্ভাবনা আছে কারণ আমাদের দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী দেশটি পরিচালনা করছে কিন্তু তারা অর্থনৈতিকভাবে সফলতার দেখা পায়নি। ফিউ থাই পার্টির ক্ষমতায় আসার পেছনে এটি প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া, ফিউ থাই পার্টি বর্তমানে দেশটির প্রধান বিরোধী দল।
একটি সাক্ষাতকারে তিনি বলেন, কয়েকটি বিষয়ে উন্নতি হয়েছে, যা অল্প কিছু মানুষের ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ব্যাপারটা ভিন্ন। তাছাড়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মত দেশগুলো অনেক দ্রুত উন্নতি করছে। সেক্ষেত্রে দেশ পরিচালনায় জনগন ভিন্ন কিছু ভাবতে পারে।
উল্লেখ্য, থাকসিনের সাথে সম্পৃক্ত ফিউ থাই এবং অন্যান্য দলসমূহ অতীতের নির্বাচনগুলোর মধ্যে ৫ বার জয়ী হয়েছে কিন্তু আদলত ও সেনাবাহিনীর কারণে তারা ক্ষমতায় বসতে ব্যর্থ হয়েছে। দ্য স্ট্রেইট টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়