শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের ভূমিকা প্রত্যাখ্যান, মালদ্বীপে মধ্যস্থতার প্রস্তাব চীনের

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপের ধারণাকে প্রত্যাখ্যান করে চীন বলেছে, তারা এই দ্বীপরাষ্ট্রটির বিবাদমান দলগুলোর মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে চায়।

মালদ্বীপের চলমান উত্তেজনা প্রশমনে জাতিসংঘের সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে চীনের অবস্থান জানতে চাওয়া হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, “মালদ্বীপের পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে চীন। চীন মনে করে, বর্তমান পরিস্থিতি ও বিবাদের বিষয়টি মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই সমস্যার যথাযথ সমাধান হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মালদ্বীপের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখা।

মালদ্বীপে প্রায় এক সপ্তাহের অচলাবস্থার মধ্যে মুখোমুখি অবস্থান নিয়েছে আব্দুল্লা ইয়ামিন সরকার এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বাধীন বিরোধীদল। এ অবস্থায় তাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন।

জেং বলেন, “মালদ্বীপে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেখানকার বিভিন্ন পক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে আগ্রহী চীন।”

বিরোধীদের সাথেও চীন যোগাযোগ রাখছে কি-না, এই বিষয়টি খোলাসা না করলেও মুখপাত্র জানান, বেইজিং মালদ্বীপের “সংশ্লিষ্ট পক্ষগুলোর” সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। দ্বীপরাষ্ট্রটিতে বেইজিং জমি দখলের চেষ্টা করছে বলে নাশিদ যে অভিযোগ করেছেন, তা-ও প্রত্যাখ্যান করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, চীন কখনই মালদ্বীপের সাথে সহযোগিতার মধ্যে রাজনীতিকে যুক্ত করেনি।

মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ সাঈদ চীন পৌঁছার আগে এ সব মন্তব্য করেন জেং।-সাউথ এশিয়ান মনিটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়