শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

তরিকুল ইসলাম : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে আজ ঢাকা এসেছেন। শুক্রবার বিকাল ৪টার কিছু সময় পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উভয় দেশের পররষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, দ্বি-পক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারে উন্নীত করার লক্ষ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সফরটি বেশ গুরুত্বপূর্ণ হলেও হাই প্রোফাইল বৈঠকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের দ-প্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত চাইতে পারে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০১৫ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে লেখা এক চিঠিতে তারেক রহমানের বিরুদ্ধে এর আগে আদালতের পরোয়ানার কথা উল্লেখ করে তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। তবে ব্রিটিশ সরকার এখনো সে অনুরোধে ইতিবাচক সাড়া না দেওয়ায় লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে আবারো ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বরিস জনসন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের সময়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে কার্গো অবরোধ তুলে নেওয়ার বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেও ধারণা করছেন কূটনীতিকরা। এছাড়া ব্রেক্সিট ও ভিসা ইস্যুটিও গুরুত্বের সঙ্গে আলোচনা করবে ঢাকা। সফরসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এই সফরে আসছেন। আগামী এপ্রিল মাসে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় কমনওয়েলথের সরকারপ্রধান পর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার বিষয়েও আসন্ন সফরে আলোচনা হতে পারে। বাংলাদেশ এরই মধ্যে কমনওয়েলথে কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন আনার দাবি তুলেছে।

সূত্র জানায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ বার্তা আসতে পারে। যুক্তরাজ্য রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ইস্যুতে আলোচনার জন্যও যুক্তরাজ্য একাধিকবার উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী ছাড়াও ডিপথেরিয়া মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসেবা দল পাঠিয়ে ছিলো দেশটি। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের একজন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। এর আগে ২০০৮-এ যুক্তরাজ্যের তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকা সফর করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়