শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলকোড ও বয়স বিবেচনায় সুবিধা পাবেন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

হামিম আহসান :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া সামাজিক অবস্থা ও বয়স বিবেচনা করে, তিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন সেইসব বিবেচনায় জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।

শুক্রবার সকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জঙ্গীবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদ, সন্ত্রাস ও দুর্নীতির কোন স্থান নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, এস.এম আলম ও সালাহউদ্দিন আহমেদ খোকা প্রমুখ।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের কোন হাত নেই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় প্রদান করেছেন। বাংলাদেশে যেই দুর্নীতি করুক না কেন তাকেই বিচারের আওতায় আসতে হবে।

সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়