শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলম্বিয়ায় মিনিস্কার্ট পরে লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ

আব্দুর রাজ্জাক: কলম্বিয়ায় পন্টিফিকাল বলিভারিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিনিস্কার্ট পরে লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বৈষম্যমূলক বিজ্ঞপ্তি দেখার পর ছাত্র-ছাত্রীদের মিনিস্কার্র্ট পরতে উৎসাহিত করার জন্য এমন অভিনব প্রতিবাদের উদ্যোগ নিয়েছে।
বিশ্ববিদ্যালয়টি গত ৩০ জানুয়ারি তাদের সাইটে মেয়েদের মিনিস্কার্ট না পরার উপদেশমূলক একটি পোস্ট দেয়। পোস্টে বলা হয়, মেয়েদের মিনিস্কার্ট শ্রেনীকক্ষে সহপাঠিদের ও শিক্ষকদের দৃষ্টি কাড়ে। তাই তাদের ঘাড় বের করে না রাখা এবং ছোট স্কার্টগুলো পরিহার করা উচিত। পাশাপাশি শিক্ষার্থীদের আঁটসাঁট জামা পড়ার ব্যপারে সচেতন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপদেশমূলক পোস্টের পর থেকে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন গড়ে তোলে। গত বৃহস্পিতাবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিনিস্কার্ট পরে যৌথ পোঁজ দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে প্রতিবাদ শুরু করে।
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ তাদের সাইটে প্রদত্ত উপদেশ সরিয়ে দিয়ে জানায়, সেটা ছিল একটি সাধারণ পরামর্শ। আমরা পোশাকের অধিকারকে সম্মান করি তাই কখনো পোশাকের ব্যপারে বিধি-নিষেধ আরোপ করতে পারি না।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে এর আগেও নারী বিরোধী পদক্ষেপের অভিযোগ উঠেছিল। ২০১৫ সালে তারা মেয়েদের ভাল আচরণ শেখাতে ‘গ্রীষ্মকালীন-স্কুল’ নামে একটি বিশেষ ক্লাস পরিচালনা করেছিল। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়