শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায় দেয়া হয়েছে : রিজভী

হামিম আহসান : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটা ফরমায়েশী রায় বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা ১১ টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।

এসময় রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার ফলে বিএনপিতে ঐক্য আরো সুদৃঢ় হয়েছে। বেগম জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকেও এক কাপড়ে উচ্ছেদ করা হয়েছে। বালুর ট্রাক দিয়ে বার বার তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিলো। এ সরকারের মানুসিক নির্যাতনে অকালেই তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ঝরে গেছেন। ছেলের মৃতদেহ নিয়ে তাকে তার কার্যালয়ে দিন কাটাতে হয়েছে।

তিনি আরও বলেন, বেগম জিয়ার উপর একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিভিন্নভাবে তাকে হয়রানি, হেনস্থার শিকার হতে হয়েছে। নির্বাচনি বৈতরণী পার হতেই আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে সাজা দিয়েছে।

রুহুল কবির রিজভী এসময় জানান, গঠণতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে।

রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে সেখানেই রাখা হবে। তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

সূত্র: ৭১ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়