শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ কেজির বোয়ালের পাশে ১৪ কেজির আইড়

ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনার সংযোগস্থলে প্রায় ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি আইড় মাছও। মাছ দুটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় গোয়ালন্দের কুশাহাটা এলাকায় জেলে হারান হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। হারান হালদারের বাড়ি বরগুনা জেলায়।

গোয়ালন্দের দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছের আড়তদার শাজাহান শেখের কাছে বোয়ালটি ১ হাজার ৫২০ টাকা কেজি দরে ও আইড়টি ১ হাজার ৫৩০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। বোয়ালের ওজন হয়েছিল ১৮ কেজি ৭০০ গ্রাম ও আইড়ের ওজন হয়েছিল ১৪ কেজি ৩০০ গ্রাম। সে হিসাবে মাছ দুটির দাম হয় ৫০ হাজার ৩০৩ টাকা।

আড়তদার শাজাহান শেখের ব্যবসায়িক অংশীদার নুরুল ইসলাম জানান, তারা মাছ দুটি মাগুরার এক শিল্পপতির কাছে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন। এতে দাম আসে ৫২ হাজার ৮০০ টাকা।

শাজাহান শেখের সহযোগী কামাল শেখ বলেন, এত বড় মাছ তো আর কোনো দিন খেতে পারব না। চোখ দিয়ে দেখি, আর হাত দিয়ে অনুভব করি। তবে নদীতে এত বড় মাছ সহজে ধরা পড়ে না।

ঘাটে কর্তব্যরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, মাঝেমধ্যে বড় বড় বোয়াল ধরা পড়ে। তবে তা সাধারণত পাঁচ-সাত কেজি হয়। কিছুদিন আগে আরও বড় দুটি বোয়াল ধরা পড়েছিল। তবে এত বড় আইড় ধরা পড়েনি। সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়