শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ সরব, বিএনপি নিরব

এম.তাজুল ইসলাম মানিক, বোয়ালখালী প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বোয়ালখালীতে ৮ ফেব্রুয়ারি সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরব অবস্থানে ছিল ক্ষমতাসীন আওয়ামীলীগ। অপরদিকে নিরব ভূমিকা পালন করেছে বিএনপি।

টানা কয়েকদিনে পুলিশী অভিযানে ঘরছাড়া বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে নামতে দেখা যায়নি । সকাল থেকে উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রায় ঘোষণাকে কেন্দ্র করে আইন শৃংখলা রক্ষায় বোয়ালখালীতে কড়া নজরদারীতে ছিল পুলিশ ।

উপজেলা পরিষদের সামনে দক্ষিণ জেলা আওয়ালীগ এর সভাপতি মোছেলেম উদ্দিন আহমদ এর অনুসারী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজ এর সামনে কুয়েতের রাষ্ট্রদুত এস এম আবুল কালাম এর অনুসারী উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ  ও গোমদন্ডী ফুলতলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুলকে তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে অবস্থান করতে দেখা যায় ।

সকাল ১১ টায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি হাজী নাছের আলীর অনুসারী শ্রমিক লীগ উপজেলা সদরের প্রধান সড়কে মিছিল করে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করে ।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল এর নেতৃত্বে উপজেলা সদর, শাকপুরা ও কালূরঘাট এলাকায় মোটর সাইকেল নিয়ে মহড়া চোখে পড়ে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে আওয়ামী পরিবারের পক্ষে বিগত সালেও মাঠে ছিলাম, এখনও মাঠে রয়েছি এবং ভবিষ্যতে থাকবো। পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক জহরুল ইসলাম জহুর বলেন, নাশকতা ঠেকাতে অতীতে ছিলাম মাঠে, এখনো আছি এবং সামনের দিনগুলোতে থাকবো ইনশাল্লাহ্। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কাউন্সিলর শামীম আরা বেগম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদশালী বাংলাদেশ বির্নিমাণে নারীদের ভূমিকা যেভাবে ছিল, ঠিক সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। অপরদিকে উপজেলা বিএনপি প্রভাবশালী নেতা মো. শওকত আলম জানান, শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের গণ গ্রেপ্তার আতংকে আমরা মাঠে নামতে পারছি না।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ হিমাংশু কুমার দাস রানা জানান, জানমাল ও নাশকতা ঠেকাতে পুলিশ সর্তক অবস্থানে ছিল। ফলে বোয়ালখালীতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়