শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতির ভাবধারা পাল্টে যাচ্ছে (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: খালেদা জিয়ার মামলা নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিলো। আজ সেই আলোচিত মামলার রায় হলো। রায়ে আগে মূলত ঢাকা শহর একটি স্তম্ভীত শহরে পরিণত হয়েছিলো। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা কয়েকবার ক্ষমতায় এসেছে। বিএনপির অনেক সমর্থক আছে। আসলে রায়ের আগে সবাই উৎকণ্ঠায় ছিলো। মামলার রায়ের পরে বিএনপির অনেক নেতাই কান্না করেছেন। আসলে প্রত্যেক দলের কর্মীই তাদের নেতাদেরকে অনেক বড় মনে করেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাবেক তথ্য কমিশনার গোলাম রহমান।

তিনি আরো বলেন, প্রত্যেক দলের কর্মীরাই তাদের নেতাদেরকে আদর্শবান মনে করেন। এবং তারা সেই আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে চায়। একটা সময় আমরা দেখেছি যারা নেতা হয়েছেন তারা অনেক ত্যাগ স্বীকার করে নেতা হয়েছেন। কিন্তু এখন দিনে দিনে রাজনীতির ধারা পাল্টে যাচ্ছে। এই পল্টে যাওয়াটাই হচ্ছে এক প্রকার পদস্খলন। আমরা যখন স্কুল, কলেজে পড়েছি তখন রাজনীতি করতো যারা মেধাবী ছাত্র কিংবা যারা রাজনৈতিক দলের লিডার হতেন তাদের মাঝে অনেক গুণ থাকতো। তারা দেশ প্রেমীও হতেন। কিন্তু এখন আর সেই আগের ভাবধারা নেই।

গোলাম রহমান আরো বলেন, এখন যারা রাজনীতি করে তাদের শুধু একটাই ভাবনা থাকে সেটা হচ্ছে কিভাবে তারা সম্পত্তি করবে। তাদের মাঝে দেশ প্রেমের বিষয়টা তেমন একটা থাকে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়